বিলাইছড়িতে বিএনপি’র সদস্য নবায়ন ২০২৫ উদ্বোধন অনুষ্ঠিত

0
5

সুজন কুমার তঞ্চঙ্গ্যা।।বিলাইছড়ি।।

রাঙ্গামাটি জেলার বিলাইছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে সদস্য নবায়ন ২০২৫ ইং শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ ) সকাল ১০ :০০ ঘটিকায় উপজেলা বিএনপি’র আয়োজনে নিজ কার্যালয়ে এই টিকেট / ফরম নবায়ন কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম ফকির।

উদ্বোধনী দিনে ফরম পূরণ বা টিকেট কেটে সদস্য পদ নবায়ন করেন উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সাধাারণ সম্পাদক ও উপজেলা যুবদলের সভাপতি রেজাউল করিম, উপজেলা বিএনপি’র সহ-সাধারণ সম্পাদক জয়সিন্ধু চাকমা, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ধনমুনি চাকমা,উপজেলা বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক দীপংকর চাকমা সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভাপতি জানান, কেন্দ্রীয় নির্দেশনা অনুসারে এই নবায়ন কার্যক্রম কয়েকদিন পর্যন্ত চলমান থাকবে এবং প্রত্যেককে ফরম ফিলাপ ও টিকেটের মাধ্যমে নবায়ন করা হবে। তাই উপজেলা বিএনপি অফিসে এসে সকল নেতৃবৃন্দের নবায়ন করার অনুরোধ করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here