বাঙ্গালহালিয়াতে ভোক্তা অধিকারের অভিযান

0
8

উচ্চপ্রু মারমা।।রাজস্থলী।।

রাঙামাটি জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে রাঙ্গামাটি রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৩ দোকান হতে ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সোমবার (১০ মার্চ ) সকাল ১০টা হতে দুপুর ১টা পর্যন্ত রাঙামাটি জেলা ভোক্তা অধিকার এর সহকারী পরিচালক রানা দেব নাথ এই অভিযান পরিচালনা করেন।

এসময় বাঙ্গালহালিয়া বাজারে গাউছিয়া হোটেল এন্ড রেস্টুরেন্টে এ অস্বাস্থ্যকর খাবার রাখাই ভোক্তা অধিকার আইন ২০০৯ (ক)৪৩ ধারাই ১হাজার টাকা, ২০ টাকা দামের কাপ দই এর মেয়াদের কোন চিহ্ন না থাকায় এবং দোকানের ফ্রিজে অন্য ঔষুধের দোকানের মেডিসিন রাখায় মাতৃভান্ডার কুলিং কর্নার কে ভোক্তা অধিকার আইন ২০০৯ (ক) ৩৭ধারাই ২ হাজার টাকা এবং কাপড়ের রং(টেক্সটাইল ডাইং) বিক্রি করাই ভোক্তা অধিকার আইন ২০০৯ (ক)৪৫ ধারাই মুদির দোকান আজিজ ষ্টোর কে ৩ হাজার টাকা সহ তিন টি দোকানকে সর্বমোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

রাজস্থলী উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মো: নুরুল আমিন অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন এবং বাঙ্গালহালিয়া পুলিশ ক্যাম্পের পুলিশ সদস্যরা ও বাঙ্গালহালিয়া বাজার পরিচালনা কমিটির সকলে অভিযানে সহায়তা করেন।

ভোক্তা অধিকার এর সহকারী পরিচালক রানা দেব নাথ জানান বাঙ্গালহালিয়া বাজারের সকল দোকানীকে প্রথমবারের মতো সতর্ক করে গেলেন,মেয়াদ উত্তীর্ণ পণ্য এবং অস্বাস্থ্যকর খাবার না রাখার নির্দেশ দেন এবং তিনি আরো জানান পরবর্তীতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here