আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন না হলে নারীদের প্রতি সহিংসতা বন্ধ হবে না: এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার

0
32

বিশেষ প্রতিনিধি।। খাগড়াছড়ি।।

আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উপলক্ষে খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার নারীদের প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেছেন, “আমার উঠে আসার পিছনে মায়ের অবদান রয়েছে। আমরা সকলে নিজেদের মাকে সম্মান ও শ্রদ্ধা করতে হবে। আমাদের সকলের দৃষ্টিভঙ্গি পরিবর্তন প্রয়োজন। দৃষ্টিভঙ্গি পরিবর্তন না হলে নারীদের প্রতি যে সহিংসতা বন্ধ হবে না।”

তিনি আরও বলেন, “পাহাড়ের নারীদের সমতলের চেয়ে অনেক ভাবে দৃশ্যমানভাবে দেখি। সম্পত্তির অধিকার না হলে নারীদের ক্ষমতায়ন করতে পারবো না, এটি যথার্থ। সৃষ্টির শুরুতে, মানে সভ্যতার শুরুতে উৎপাদন ব্যবস্থার সাথে নারীর ক্ষমতায়ন জড়িত। প্রাচীন কালে নারীরা অর্থনৈতিক ক্ষমতায়ন জড়িত ছিল, কিন্তু ধীরে ধীরে এসব থেকে হাত ছাড়া হয়েছে নারীরা। অর্থনৈতিক যদি হাতে থাকে, তাহলে নারীরা ক্ষমতায়িত হবে।”

শনিবার (৮মার্চ) সকালে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর এবং জাতীয় মহিলা সংস্থা কর্তৃক আয়োজিত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নিজেদের স্বাধীনতা এটাই ক্ষমতায়ন। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হলে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও ক্ষমতায়িত হবে।” তিনি এও যোগ করেন, “এছাড়া, ক্ষমতায়ন বলতে শুধু শৃঙ্খলা নয়, সামাজিক শৃঙ্খলা ব্যাপারেও কাজ করতে হবে। আমাদের এখানে টেক কেয়ার সেন্টার নেই, কিন্তু আগামীতে বৃহৎ পরিসরে এই দিবস উদযাপন করা হবে।”

আলোচনা সভায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক (অ. দা.) সুষ্মিতা খীসার সঞ্চালনায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফেরদৌসী বেগমের সভাপতিত্বে, পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

আলোচনা সভার শেষে, বিভিন্ন ক্যাটাগরিতে ৬ জন নারীরকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্ত নারীদের মধ্যে ছিলেন-বাল্যবিবাহ নিরোধে অসামান্য অবদান: ভাগ্য লক্ষী ত্রিপুরা, সমাজ উন্নয়নে অবদান: ডেইজি আক্তার, সফল জননী: চোপাই মারমা, শিক্ষা ও চাকুরীতে সফল: সাগরানী চাকমা, সফল উদ্যোক্তা: সানুচিং মারমা ও হাছিনা বেগম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here