মহালছড়ি সরকারি স্কুলে নবীন বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

0
13

মিল্টন চাকমা কলিন।।মহালছড়ি।।

খাগড়াছড়ির মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের নবীন বরণ ও ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিপুল বিকাশ খীসা’র সভাপতিত্বে ও সহকারি শিক্ষক পিপলু রাখাইন সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) মো: সালেহ আহম্মেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো: শাহজাহান পাটোয়ারী। এছাড়াও উক্ত স্কুলের সিনিয়র ও সহকারী শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রী ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

উক্ত নবীন বরণ ও বিদায় অনুষ্ঠানে স্কুলের পক্ষ থেকে প্রধান অতিথিকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করেন স্কুলের প্রধান শিক্ষক নিপুল বিকাশ খীসা। এছাড়াও স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here