আলীকদমে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা ও জরিমানা

0
16

সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ।।আলীকদম।।

বান্দরবানের আলীকদমে আসন্ন পবিত্র রমজান উপলক্ষ্যে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে বাজার মনিটরিং ও জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদু্হ্লা আল মুমিন।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে আলীকদম বাজারে বিভিন্ন দোকানে এই অভিযান পরিচালনা করেন তিনি।

এ সময় নিত্যপণ্যের মূল্য তালিকা না থাকা, মেয়াদোর্ত্তীণ পণ্য বিক্রয়,পণ্যের অতিরিক্ত মূল্য রাখাসহ অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ ও বিক্রয়ের অভিযোগে ব্যবসায় দোকান মালিককে ৫ টি মামলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫৩ ধারায় ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভোজ্য তেল,চাল,চিনি, পেঁয়াজ, সিলিন্ডার গ্যাস,সবজি, পেট্রোলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা দেখেন।

মোবাইল কোর্টে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে আলীকদম থানার পুলিশ। এ সময় কৃষি কর্মকর্তা,বিপনন কর্মকর্তা,স্বাহ্য পরিদর্শক, স্থানীয় ব্যবসায়ী,সচেতন লোকজন ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বাজারের নিত্যপণ্যের দোকান গুলোতে মূল্য তালিকা টাঙানোর নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।এই প্রতিবেদক কে তিনি বলেন, পবিত্র রমজান মাসে দ্রব‍্যমূল‍্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে এ অভিযান অব‍্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here