খাগড়াছড়ির গাছবান উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন 

0
79

দহেন বিকাশ ত্রিপুরা।।খাগড়াছড়ি।।

পার্বত্য জেলা খাগড়াছড়ির সদর উপজেলাধীন ভাইবোনছড়া ইউনিয়নস্থ গাছবান উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের বরণ এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা বিশেষ রাষ্ট্রীয় কার্যক্রমে অংশগ্রহণ করায় তার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ধনেশ্বর ত্রিপুরা।

এসময় অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভূপতি দেওয়ান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজন চাকমা, মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুজ্জামান চৌধুরী, ভাইবোনছড়া কলেজের অধ্যক্ষ সবিলাল চাকমা, ভাইবোনছড়া মিলেনিয়াম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাতুমনি চাকমা, মুনিগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল মিত্র চাকমা এবং অন্যান্যরা।

এছাড়া অনুষ্ঠানে ভাইবোনছড়া ইউনিয়নের আওতাধীন সকল হাই স্কুলের প্রধান শিক্ষক, প্রতিনিধি, সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ/প্রতিনিধি এবং ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার পক্ষে পরিষদের সদস্য ধনেশ্বর ত্রিপুরা বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে সবাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, “নিজের সন্তানদের ভালোোর জন্য শ্রেণি শিক্ষকের মোবাইল নম্বর সংগ্রহ করে খোঁজ নিতে হবে। সকল শিক্ষকদের নাম ও পরিচয় জানা সকল শিক্ষার্থীর উচিত।”

বক্তারা বলেন, “ভালো করে পড়তে হবে। শুধু পড়লে হবে না, ভালো করে পড়তে হবে। শতভাগ পাশ করার জন্য চেষ্টা করতে হবে।” এছাড়া শিক্ষার্থীদের মানুষের মতো মানুষ গড়ার আহ্বান জানান অভিভাবকদের প্রতি।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন নবম শ্রেণির শিক্ষার্থী ন্যান্সি ত্রিপুরা এবং বিদায়ী শিক্ষার্থীর পক্ষ থেকে বক্তব্য দেন ফনে বিকাশ ত্রিপুরা।

আলোচনা সভা শেষে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন বিদ্যালয়ের শিক্ষকরা এবং বিদায়ী শিক্ষার্থীদের পুরষ্কার হিসেবে পুরষ্কার তুলে দেন অতিথিরা। এর আগে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here