উপজেলা পর্যায়ে এ্যাডভোকেসী এন্ড নেটওয়ার্কিং ফোরাম সভা

0
21

নিজস্ব প্রতিবেদক।।থানচি।।

বান্দরবানের থানচিতে উপজেলা পর্যায়ে এ্যাডভোকেসী এন্ড নেটওয়ার্কিং ফোরাম সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২৩ ফেব্রুয়ারী সকালে কারিতাস সিপিপি-পিএইপি প্রকল্পের কার্যালয়ের অনুষ্ঠিত হয়েছে। এনজিও সংস্থা কারিতাস বাংলাদেশ চট্টগ্রাম অঞ্চলের বাস্তবায়িত সিপিপি পিএইপি- প্রকল্পের আয়োজন করেন।

প্রকল্পের  মাঠ সহায়ক নুম্রাচিং মারমা সঞ্চালনায় মাঠ  কর্মকর্তা হাঁদি চন্দ্র ত্রিপুরা সভাপতিত্ব করেন। উপজেলার প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অন্যান্যদের মধ্যে  থানচি কালী মন্দিরের
পুরোহিদ ভোলানাথ ভট্টচার্য্য প্রমূখ।

সংশ্লিষ্ঠ কর্মকর্তারা জানান, সিপিপি পিএইপি- প্রকল্পের আওতায় উপজেলার বিভিন্ন গ্রামে গঞ্জে অবস্থানরত হত দরিদ্র, গরীব, দু:খী অসহায় পরিবারকে চিহৃিত করে বিভিন্ন সরকারী বেসরকারী সেবা প্রতিষ্ঠানের সাথে নেটওয়ার্কিং স্থাপন করে দেয়া। ফোরামটি থানচি ও বলিপাড়া দুই ইউনিয়নের  ১৫ সদস্য বিশিষ্ঠ কমিটি সদস্যদের ছাড়া ও উপজেলা পর্যায়ে জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশিল সমাজের নেতা, হেডম্যান,কারবারীদের  নিয়ে ১৫ জন মোট ৪৫ জন সদস্য উপজেলা পর্যায়ে এ্যাডভোকেসী এন্ড নেটওয়ার্কিং ফোরাম সদস্যদের নিয়ে ত্রৈমাসিক সভা  অনুষ্ঠান করা হয়। সভায় ফোরামে ৪৫ জন সদস্য অংশ গ্রহণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here