রামগড়ে দুধর্ষ চুরি মালামাল সহ আটক ২

0
18

সাইফুল ইসলাম।।রামগড়।।

খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে মালিকবিহীন বসতবাড়ি থেকে চুরি করা মালামাল সহ ২ চোরকে আটক করেছে রামগড় থানা পুলিশ। অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দীন এর নেতৃত্বে এসআই রাজু আহমেদ সঙ্গীয় এএসআই আব্দুল আলীম, এএসআই মনিরুল ইসলামের ফোর্সদের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে ১৯ ফেব্রুয়ারী পৌরসভাস্থ দারোগাপাড়া এলাকা থেকে মোঃ সাব্বির হাসান মুন্না (২১), পিতা- মোঃ ইলিয়াছ, মাতা- কোহিনুর বেগম, ২। মমং মারমা (৫৪), পিতা- কালাচান মারমা, মাতা- শ্যামা মারমা, আটক করা হয়। আটককৃত চোরদের কাছ থেকে ১টি ওয়াল্টন ফ্রিজ, ১টি গ্যাসের চুলা, ১টি টচ লাইট, ১টি তোশক ও ১টি কম্বল উদ্ধার করা হয়েছে ।

পুলিশ সুত্রে জানা গেছে মোঃ ইয়াছিন এর বাড়ি থেকে চুরি করে নেওয়ার সময় চোরদের কাছ থেকে এসব মালামাল উদ্ধার করা হয়, চোরাইকৃত মালামালের মূল্য অনুমান ৫১,৫০০/- টাকা।

রামগড় থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মাইন উদ্দিন জানান গোপন সংবাদ পেয়ে চোরাইকৃত মালামাল সহ ২জন কে আটক করা হয়,২০ ফেব্রুয়ারী ৩৮০\৪৫৭ধারায় আসামিদের বিরুদ্ধে মামলা নং ৪ রুজু করে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

উল্ল্যখ যে মোঃ সাব্বির হাসান মুন্নার বিরুদ্ধে পূর্বের রামগড় থানার ,এফআইআর নং- ২, তারিখ- ৬ জানুয়ারি, ২০২৩; জি আর নং- ২, তারিখ- ০৬ জানুয়ারি, ২০২৩ ধারা ৩২৩/ ৩২৫/ ৩২৬/ ৩০৭/ ৪৪৮/৩৪/ ৪২৭/ ৩৮০/ ৫০৬ (২) পেনাল কোড- ১৮৬০, এজাহারে অভিযুক্ত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here