থানচিতে সামাজিক সুরক্ষায় প্রবেশাধিকার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়

0
14

নিজস্ব প্রতিবেদক, থানচি।।

বান্দরবানের থানচি উপজেলার সামাজিক সুরক্ষায় প্রবেশাধিকার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ১৯ ফেব্রুয়ারী সকালের  স্থানীয় মেঘবর্তী রিসোর্ট সেন্টার হল রুমে এনজিও সংস্থা কারিতাস বাংলাদেশ চট্টগ্রাম অঞ্চলের বাস্তবায়িত সিপিপি পিএইপি- প্রকল্পের আয়োজনের সেইফগার্ডিং, জেন্ডারপলিসি ও সংস্থা, প্রকল্প ও সেমিনারের লক্ষ্য উদ্দেশ্য।

সমাজ সেবা অধিদপ্তরের সুরক্ষা বিষয়ক সরকারি সুযোগ-সুবিধা, যুব উন্নয়ন অধিদপ্তরের সরকারি সুযোগ-সুবিধা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। সুরক্ষা বিষয়ক সরকারি সুযোগ-সুবিধা, মহিলা বিষয়ক অধিদপ্তরের সরকারি সুযোগ-সুবিধা, সরকারি বিভিন্ন দপ্তরের সুযোগ-সুবিধা সমূহের আলোচনা করা হয়।

কারিতাসের সিপিপি পিএইপি- প্রকল্পের মাঠ কর্মকর্তা হাঁদি চন্দ্র ত্রিপুরা সভাপতিত্বে মাঠ সহায়ক নুম্রাউ মারমা সঞ্চালনায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খালেদ মোঃ মোজাহিদ হোসেন প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন।

এছাড়াও কৃষি বিভাগের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিশ্বজিৎ দাশগুপ্ত,  প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম, মহিলা বিষয়ক সহকারী অফিস প্রধান মো:  এমরান হোসেন,সমাজ সেবা কার্যালয়ের সুপারভাইজার মো:আমির হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন। কারিতাসের প্রকল্প শতাধিক উপকারভোগী সেমিনারের স্বতস্ফুর্ত অংশ গ্রহন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here