জাতীয় প্রাথমিক শিক্ষা পদক থানচিতে অনুষ্ঠিত

0
21

নিজস্ব প্রতিবেদক।।থানচি।।

কোমলমতি প্রাথমিক শিক্ষার্থীদের মিলন মেলা ও অংশগ্রহনমূলক কবিতা, আবৃত্তি, তালে তালে নৃত্য, একক কন্ঠের গানসহ নানান খেলাধুলা বিজয়ীদের পুরুস্কার ও সনদ পত্র বিতরণ মধ্য দিয়ে এক দিনে উৎজীবিত রেখে প্রশংসা ঝুগিয়েছে। বান্দরবানে থানচি উপজেলা শিক্ষা বিভাগ।

ব্যাপক উৎসাহ উদ্দীপনায় থানচিতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৫ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১৭ ফেব্রুয়ারী সোমবার দিন ব্যাপী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজনের উপজেলা নব নির্মানাধীন মিনি স্টেডিয়াম মাঠ প্রাঙ্গনে সনদ পত্র ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠান মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খেমংথুই মারমা সঞ্চালনায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: নিজাম উদ্দিন সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান চৌধুরী প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন এবং বক্তব্য রাখেন।অন্যান্যদের মধ্যে উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম, বলিপাড়া স: প্রা: বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্যশৈমং মারমা, ক্যচু পাড়া স: প্রা: বি: প্রধান শিক্ষক মনিরাম ত্রিপুরা, হেডম্যান পাড়া স : প্রা: বি: প্রধান শিক্ষক চশৈউ মারমা,মডেল : স: প্রা: বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্যসাচিং মারমা প্রমূখ।

প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ঠরা  জানান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ইস্যুকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে এই প্রতিযোগিতায় ক্রীড়া, সাংস্কৃতিক,  বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং ইত্যাদি ইভেন্ট রাখা হয়েছে। প্রত্যেকটি ইভেন্টে উপজেলা বাধ্যতামূলক প্রাথমিক বিদ্যালয়ের পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে ১ম স্থান বিজয়ীদের এ প্রতিযোগিতায় অংশগ্রহন করে। উপজেলা ভিত্তিক বিজয়ীদের জেলা পর্যায়ে অংশগ্রহন করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here