রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চারটি একাডেমিক ভবনের নির্মাণ কাজের উদ্বোধন

0
26

রাঙামাটি প্রতিনিধি॥

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মাষ্টার প্লান অনুয়ায়ী বিদ্যালয় স্থাপন (২য় সংশোধিত) শীর্ষক প্রকল্পের অর্থায়নে নির্মিতব্য চারটি একাডেমিক ও প্রশাসনিক ভবনের নির্মাণ কাজের ফিতা কেটে ও পায়ড়া উড়িয়ে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১৬ ফেব্রুয়ারী) দুপুরে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভাইস চান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভবনগুলো নির্মাণ কাজের উদ্বোধন করেন। এরপর তিনি উপস্থিত সবাইকে ফুল দিয়ে আনুষ্ঠানিকতার শুভেচ্ছা জ্ঞাপন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান বলেন, আজকে আমরা ভীষণ উদ্বেলিত কারণ আমরা যে প্রত্যাশার উপর দাঁড়িয়ে আছি তার বাস্তবায়ন শুরু হলো। আপনারা আমাদের কাজগুলোকে ইতিবাচকতার সাথে পাহাড়ের সাধারণ মানুষের কাছে পৌঁছে দিবেন; কারন এই অঞ্চলের উচ্চ শিক্ষার প্রতিষ্ঠান হিসাবে এটির উন্নয়ন নিশ্চয়ই আমাদের মতো আপনাদেরও কাম্য। কাজ করলে ভূল হতেই পারে; আপনারা আমাদের ভুলগুলো ধরিয়ে দেবেন, আমরা তা সংশোধন করে নিশ্চয়ই উন্নয়নের দিকে এগিয়ে যাবো।

তিনি আরও বলেন, একটু একটু করে আমরা স্বপ্নের কাছাকাছি পৌঁছে যাচ্ছি। আমরা ৪টি বিল্ডিং এর মধ্যে আজ প্রশাসনিক ও একাডেমিক বিল্ডিং উদ্বোধন করলাম। যা আগামী বছরের জুনের মধ্যে শেষ হবে আশা করছি এবং আগামী মাসে আরো দুটি বিল্ডিং (ছাত্র হল ও ছাত্রী হল) এর উদ্বোধন হবে। এই ৪টি ভবন খুব দ্রুত মাথা উঁচু করে দাঁড়াবে। পাহাড়ের শান্তিপ্রিয় জনসাধারণ যেন এ বিশ্ববিদ্যালয়ের সুফল পায় তার জন্য আমাদের সকলের একযোগে কাজ করে যেতে হবে এমন আশাবাদ ব্যক্ত করেন। বিশ্ববিদ্যালয়ের আজকের এই স্থাপনা সমূহের উদ্বোধন আমাদেরকেও এই অঞ্চলের উচ্চ শিক্ষাকে এগিয়ে নেবে যা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অবদান রাখবে এবং এই অঞ্চলের সুফল বয়ে আনবে।

এসময় রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সায়েন্স ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডীন ধীমান শর্মা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন সূচনা আখতার, প্রক্টর সাদ্দাম হোসেন, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন (২য় সংশোধিত) শীর্ষক প্রকল্প এর প্রকল্প পরিচালক (ভারপ্রাপ্ত) আবদুল গফুর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, রাঙ্গামাটি জেলার নির্বাহী প্রকৌশলী বিজক চাকমা, সহকারী প্রকৌশলী আলো জ্যোতি চাকমা, শেলটেক প্রাইভেট লিমিটেড কোম্পানি এর টীম লিডার মুকতাসিম খানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মাষ্টার প্লান অনুয়ায়ী বিদ্যালয় স্থাপন (২য় সংশোধিত) শীর্ষক প্রকল্পের অর্থায়নে নির্মিতব্য চারটি একাডেমিক ও প্রশাসনিক ভবনের নির্মাণ কাজ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়ন করবে। প্রকল্পের ১ম পর্যায়ে একটি একাডেমিক ভবন, একটি প্রশাসনিক ভবন, দুইটি ছাত্র-ছাত্রী হলসহ একটি বৈদ্যতিক সাব স্টেশন ও বিশ্ববিদ্যালয়ের লিংক রোড নির্মাণ করা হবে। এই প্রকল্প বাস্তবায়নে ৭২ কোটি টাকা ব্যয় হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here