শঙ্খ নদীতে ডুবে প্রাণ গেল শিশু; দুই উপজেলায় নেমেছে শোকের ছায়া

0
23

নিজস্ব প্রতিবেদক থানচি।

বান্দরবানে থানচিতে শংঙ্খ নদীতে ডুবে দ্বিতীয় শ্রেনীর শিক্ষার্থী উশৈমং মারমা নামে আট বছরে শিশু নিহত হয়েছে।

আজ শনিবার বিকাল সহপাটিদের নিয়ে শংঙ্খ নদীতে গোসল করার সময় এই ঘটনাটি হয়।

নিহত শিশু- রুমা উপজেলা সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে কোওয়াসে পাড়া বাসিন্দা উসিং মারমা ছেলে।

জানা গেছে, বলিপাড়া ইউনিয়নের দাকছৈ পাড়া বৌদ্ধ বিহারে  থেকে বলিপাড়া বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনী ছাত্র ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সহপাটিদের নিয়ে শংঙ্খ নদীতে গোসল করার সময় নদীতে ডুবে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে।

এদিকে গেল ২২শে জানুয়ারি দুপুরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে  শিশুটি পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। পরে পরিবার অসহায় হয়ে পড়ে। ছেলেকে পড়ালেখা শিখাতে থানচি ডাকছৈ পাড়াতে বিহারে রেখে দেন। নিজের বসতঘর আগুনে পোড়া পাশাপাশি শিশুটির মৃত্যু দুটি ঘটনায় দুই উপজেলা মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে। বর্তমানে অসহায় হয়ে পড়েছে পরিবারগুলো।

দাকছৈ পাড়া বাসিন্দা মংপ্রু হেডম্যান বলেন,  শিশুর পিতা মাতা নিরুপায়ের আমাদের গ্রামে বিহারে ভান্তে শিশুটি পিতার বড় ভাই সুবাদে ছেলেটাকে গত মাসে লেখা পড়া করার জন্য রেখে দেন। কিন্তু এ ঘটনায় আমরা শোকাহত। আর রুমা থানচি দুই উপজেলার দুই গ্রামের মাঝে শোকের ছায়া নেমে আসে।

বলিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াঅং মারমা বলেন, আমরা থানচি থানা এবং শিশুটি পরিবারের পিতা- মাতাকে মুঠোফোনে জানানো হয়েছে। শিশুটি অভিবাবক পৌছলে পরিবারের নিকট পুলিশের উপস্থিতিতে তার মৃতদেহ হস্তান্তর করা হবে। ২ উপজেলার ২ গ্রামের মধ্যে গভীর শোকের ছায়া নেমে পড়েছে  সেটি উপলব্ধি করতে পারছি।

উল্লেখ্য যে, গত ২২শে জানুয়ারি ২০২৫ দুপুরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে রুমা সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কোওয়াসে পাড়ার দুই পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here