
বান্দরবান প্রতিনিধি।।
বান্দরবানে চকলেটের প্রলোভন দেখিয়ে এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ে বেলাল খাঁ (৬০) নামে এক বৃদ্ধাকে আটক করেছে পুলিশ।
আটককৃত পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড হাফেজ ঘোনা এলাকার মৃত দলিল উদ্দিন খাঁ’র ছেলে।
গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, গত মঙ্গলবারবেলাল খাঁ (৬০) বান্দরবান পৌরসভার হাফেজ ঘোনা এলাকায় চকলেটের প্রলোভন দেখিয়ে তার বাড়িতে ৭ বছর বয়সী এক কন্যা শিশুকে জোরপূর্বক ধর্ষণ করে। বিষয়টি শিশুটির মা দেখে ফেলায় অভিযুক্ত বেলাল খাঁ ওই সময় পালিয়ে যায়। পরে ধর্ষণের শিকার কন্যা শিশুটির মা বাদি হয়ে বান্দরবান সদর থানায় মামলা দায়ের করে। পরে পৌরসভার বড়ুয়ার টেক এলাকায় অভিযান চালিয়ে এই বৃদ্ধাকে গ্রেপ্তার করে।
অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম জানান, অভিযুক্ত বেলাল উদ্দিন খাঁকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে । প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ধর্ষণের কথা স্বীকার করেছে।