কৃষক বাঁচলে দেশ বাঁচবে- কৃষক দলের সভাপতি অংজন মারমা

0
32

।। নিজস্ব প্রতিনিধি থানচি।।

পাহাড়ে জুম চাষী বা কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষকরা উৎপাদন কমায় দিলে দেশের অর্থনিতিতে ধস নামবে। কৃষকদের মূল্যায়নের বিএনপি’র ভাইস চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের কঠোর তাগিদ দিয়েছে। বিএনপি ও তার সহযোগী সংগঠন কৃষক দল সারা দেশের কৃষকদের পাশে আছি এবং থাকবো।

তিনি আরো বলেন, আগামী নির্বাচনের ধানের শীষে ভোট দিয়ে দেশ পরিচালনা দায়িত্ব দিবেন। ৩১ দফা বাস্তবায়ন করা হবে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় কৃষক দলের উপজাতীয় বিষয়ক সম্পাদক ও বান্দরবান জেলার কৃষক দলের সভাপতি অংজন মারমা।

আজ মঙ্গলবার থানচি সদর ইউনিয়ন পরিষদ হল রুমে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি থেকে তিনি এই কথা বলেন।

এসময় সারা দেশে সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে তিন মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে এ ধরনের সমাবেশের আয়োজন করে কৃষকদল।

সমাবেশ উপজেলা কৃষক দলের আহবায়ক মো: জাকির হোসেন সভাপতিত্বে সভাপতি নুচমং মারমা, থুইঅং ছেন মারমা, উসাইঅং মারমা, থুইহ্লা প্রু মারমাসহ শতাধিক কৃষক দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here