
মোঃ মহিউদ্দিন বাঘাইছড়ি।।
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় মানুষের জন্য ফাউন্ডেশন” কর্তৃক আয়োজিত “স্টুডেন্ট মোটিভেশন কনফারেন্স ও মেধাবৃত্তি প্রদান” অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ৯ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় কাচালং সরকারি ডিগ্রি কলেজের অডিটোরিয়ামে “মানুষের জন্য ফাউন্ডেশন এর উদ্যোগে “স্টুডেন্ট মোটিভেশন কনফারেন্স ও মেধাবৃত্তি প্রদান” অনুষ্ঠিত হয়েছে।
এসময় ঢাকা উত্তরা গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও “মানুষের জন্য ফাউন্ডেশন”-এর চেয়ারম্যান মোহাম্মদ হযরত আলী’র সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাচালং সরকারি ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাচালং সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক অসিম চক্রবর্তী, কাচালং সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক লালন কান্তি চাকমা, সাবেক পৌর মেয়র মোঃ আলমগীর কবির,বাঘাইছড়ি উপ-সহকারী কৃষি অফিসার মোহাম্মদ আহসান হাবীব সহ উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে “মানুষের জন্য ফাউন্ডেশন”-এর চেয়ারম্যান মোহাম্মদ হযরত আলী বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। একমাত্র শিক্ষা দিয়েই আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক দিকনির্দেশনা দিতে পারবো। আমাদের ফাউন্ডেশন সবসময় মেধাবী ও প্রতিভাবান শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। আজকের এই মেধাবৃত্তি শুধুমাত্র আর্থিক সহায়তা নয়, এটি তাদের প্রতি আমাদের ভালোবাসা, অনুপ্রেরণা ও দায়িত্ববোধের প্রতিফলন। আমি আশা করি, এই শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন মারিশ্যাচর মুসলিম ব্লক সরকারি প্রাঃ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোঃ ওমর ফারুক। অনুষ্ঠান শেষ পর্বে মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর হাতে অতিথিবৃন্দ বৃত্তির অর্থ তুলে দেন।