জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে আলোচনা সভা অনুষ্ঠিত 

0
3

রাঙামাটি প্রতিনিধি ॥

জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে র‌্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে জেলা সরকারি গণগ্রন্থাগারের গণগ্রন্থাগার মিলনায়তনে আলোচনা সভা আয়োজন করা হয়।

এর আগে দিনটি উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে বর্ণাঢ্য একটি র‌্যালি বের হয়ে গণগ্রন্থাগারে এসে শেষ হয়। শুরু হয় আলোচনা সভা।

সভায় জেলা পরিষদ সদস্য ও সরকারি গণগ্রন্থাগারের আহবায়ক মিনহাজ মুরশীদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।

বক্তারা বলেন, রাঙ্গামাটিতে ১৩টি ভাষাভাষির মানুষ বসবাস করে। এখানে একটি ভাষা ইনস্টিটিউট গড়ে তোলা হলে এখানকার বিভিন্ন ভাষাভাষির মানুষ স্ব -স্ব ভাষা চর্চা করতে পারবে এবং সংরক্ষণে থাকবে। বক্তারা রাঙ্গামাটিতে একটি ভাষা ইনস্টিটিউট গড়ে তোলার দাবি জানান।

আলোচনা সভায় বক্তারা আরো বলেন, আগামী প্রজন্মকে সন্ত্রাস, ইভটিজিং ও মাদকাসক্ত থেকে রক্ষা করতে তাদেরকে পাঠাগারমুখি করে গড়ে তুলতে হবে। বইয়ের সাথে বন্ধুত্ব গড়ে তুলতে পারলে বিপথগামী হওয়ার সম্ভাবনা কম থাকে। বক্তারা অভিভাবকদের তাদের সন্তানদের সুন্দর ভবিষ্যতের জন্য পাঠাগারমুখি করার অনুরোধ জানান।

আলোচনা সভা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে জেলা পরিষদ সদস্য এড. লুৎফুন নেসা, রাঙ্গামাটি যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শাহজাহান, লেখক ও গবেষক ইয়াছিন রানা সোহেল, রাঙ্গামাটি যুব উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি কো-অর্ঢিনেটর নজরুল ইসলাম, বেসরকারি গ্রন্থাগার সমিতি রাঙ্গামাটি জেলা সভাপতি সাগর ত্রিপুরাসহ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here