![](https://rumabarta.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
উবাসিং মারমা, রুমা।।
রুমা উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের মাঝে সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদনান চৌধুরী।
আলোচনা শেষে ২৫ জন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
রুমা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশীষ চিরান সভাপতিত্বে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ হাবিবুল্লাহ ও রুমা অগ্রবংশ অনাথালয়ের পরিচালক উঃ নাইন্দিয়া ভিক্ষু, বিদায়ী উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার ধর, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বিটি থালাংদির বম, মংথোয়াইচিং মারমা ও রত্না রাণী দাশসহ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।