বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় ও পিটিএ কমিটি কর্তৃক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

0
9

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাছড়ি।।

 রাঙ্গামাটির বিলাইছড়িতে শিক্ষার্থীর অভিভাবকদের নিয়ে PTA ( পিটিএ) কমিটির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) সকাল দশটায় বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে স্কুল হলরুমে এই অভিভাবক সমাবেশ ও সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম সভাপতিত্বে ১ নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা, বিলাইছড়ি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক অমৃত চাকমা, পিটিএ কমিটির সদস্য সাথোয়াই মার্মা, অংশে প্রু মার্মা ( বেলাল), সাধনা চাকমা, অতীশ দীপঙ্কর চাকমা, শিক্ষক জসীম উদ্দীন তালুকদার, প্রণব কুমার নাথ,রনবীর চাকমা, মেম্বার বাবুলাল তঞ্চঙ্গ্যা,ওমর ফারুকসহ শত শত অভিভাবক সমাবেশে উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, হাইস্কুলে এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট ও শিক্ষার মান উন্নয়নে পিটিএ কমিটি, শিক্ষক, এলাকার স্থানীয় ও পুলিশ প্রশাসন নিয়ে বাজার, ধূপ্যাচর, দীঘলছড়ি এবং এলাকা ভেদে কয়েকটি কমিটি গঠন করা। সন্ধ্যা ৭:০০ টার পরে কোনো এসএসসি পরীক্ষার্থী ছাড়াও অন্যান্য শিক্ষার্থীরা লেখা পড়া না করে, অ-কারনে বাইরে ঘুরাফিরা করলে বিহিত ব্যবস্থা গ্রহণ করা। ১ দিন স্কুলে না আসলে কারণ দশানো ও ফাইন্ডিং করা। এবং অভিভাবকদেরও তাদের ছেলে মেয়েদের লেখাপড়ায় মনোযোগী করা জন্য নেশা ও মোবাইল আসক্ত থেকে দূরে রাখা জন্য অনুরোধ জানানো । শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগী হওয়া ছাড়াও শিক্ষকরা ঠিকমতো পাঠদান করছে কিনা সেবিষয়েও খেয়াল রাখা। এছাড়াও বছরে কমপক্ষে ১ বার হলেও শিক্ষা সফরে যাওয়া। স্কুলের শান্তি – শৃঙ্খলা বাজায় রাখা এবং শিক্ষার্থীদের জন্য প্রতিযোগিতা আয়োজন করা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here