মঙ্গলবার, ডিসেম্বর ২, ২০২৫
HomeUncategorizedথানচিতে সেনাবাহিনীর মানবিক সহায়তা ও শীতবস্ত্র বিতরণ 

থানচিতে সেনাবাহিনীর মানবিক সহায়তা ও শীতবস্ত্র বিতরণ 

নিজস্ব প্রতিবেদক।।থানচি।।

বান্দরবানের থানচি ও রুমা দুই উপজেলা সীমান্তবর্তী অবস্থানরত অধিবাসী পাহাড়ের ক্ষুদ্র ক্ষুদ্র জাতিসত্তাদের মধ্যে অসহায় গরীব,জটিল রোগের আক্রান্তদের চিকিৎসা সহায়তা,খাদ্য অভাবে থাকায় খাদ্য সহায়তা,অসহায় শিক্ষার্থীদের নতুন বই, শিক্ষা উপকরণ,শীতার্থদের জন্য শীত বস্ত্র,বিনোধনের জন্য বিনোধন উপকরণ,থর্ম কর্ম পালনের জন্য যাবতীয় উপকরণ সব ধরনে মানবিক সহায় ঘরে ঘরে গিয়ে তুলে দিচ্ছে। চৌকস সেনাবাহিনীর কর্মকর্তারা।

দেশের শান্তি শৃংঙ্খলার রক্ষাসহ দেশ মাটি মানুষের নানান সেবা দিয়ে দেশ এগিয়ে নিয়ে যাচ্ছে দেশের অতন্ত্র প্রহরী সেনাবাহিনীর। ২০২৪ সালে বিজয়ের  মাসের উপলক্ষ্যে মাস ব্যাপী   এ সেবায় নিজেদের অক্লান্ত পরিশ্রম পাহাড় পর্বত ডিঙ্গিয়ে চলছে সে অভিযান।

১ লা ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ১৬ ইস্টবেঙ্গল রেজিমেন্টের দি ম্যাজেস্টিক টাইগার্স এর বাকলাই পাড়া সাবজোনের প্রায় ৩০ টি বম ত্রিপুরা সম্প্রদায় গ্রামে এ সব সেবা দিয়ে চলছে। চলমান সেবায়  শনিবার বার (২৮ ডিসেম্বর) সকাল ১০টা  রুমা উপজেলার রেমাক্রী প্রাংসা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে দুর্গম বাশিরামপাড়ায় সাউন্ড স্পিকার, স্কুলের শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ, মানবিক সহায়তা,ফ্রি চিকিৎসা ঔষধ ও শীতবস্ত্র বিতরণ করা হয়।

বান্দরবান সেনা রিজিয়ন পরিচালিত ১৬ ইস্টবেঙ্গল রেজিমেন্টের দি ম্যাজেস্টিক টাইগার্স ,অধিনায়ক লে: কর্নেল সরদার জুলকার নাইন বিএসপি, পিএসসি,নেতৃত্বে সেনা সাবজোন কমান্ডার ছাড়াও সামরিক বেসামরিক বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অধিনায়ক লে: কর্নেল সরদার জুলকার নাইন বলেন, সেনাবাহিনী  সাধারণ জনগনের অন্তরে পাশে ছিল, আছে, থাকবে। পাহাড়ে বসবাসরত সকল জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত, সুরক্ষার সম্প্রীতি বজায়ের বাংলাদেশ সেনাবাহিনী বদ্ধপরিকর।

বাশিরাং পাড়ার প্রধান বাশিরান ত্রিপুরা বলেন, কুকিচিং তান্ডবের সীমান্ত অঞ্চলের বসবাসরত অধিবাসীরা সেনাবাহিনীর উপর আস্থা আছে বলে আমাদের শ্বাস নিশ্বাসের রয়েছে। আমরা সেনাবাহিনীর উপর চিরকৃতজ্ঞতা সাথে আমাদের আস্থা ও বিশ্বাসের জায়গা বাকলাই সাবজোনের সেনা  কর্মকর্তা ও সদস্যরা সে অর্জনের জায়গা করে নিয়েছে।

আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

পাঠকের মতামত

error: