বান্দরবানে বাসাবাড়িতে চোরচক্রে সদস্য গ্রেফতার:উদ্ধার স্বর্ণলঙ্কা

0
16

আকাশ মারমা মংসিং, বান্দরবান ।।

বান্দরবানে বিভিন্ন এলাকায় বাসা-বাড়ি থেকে স্বর্ণ লঙ্কা ও টাকা চুরির ঘটনায় চোরচক্রে সদস্য মংহলাসিং মারমা(২০) প্রকাশ মনাইয়্যা নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার বেলা দুইটায় পুলিশ সুপার কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান পুলিশ সুপার শহিদুল্লাহ কাউছার।

গ্রেফতারকৃত যুবক- বান্দরবান পৌরসভা মধ্যম পাড়া এলাকায় মংবোয়াই মারমা ছেলে।

সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গত ২০ ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটায় উজানী পাড়া এলাকায় ভুক্তভোগী মেথুইচিং মারমা বাড়ি থেকে সাত ভরি স্বর্ণলঙ্কাসহ নগদ সাড়ে ৬৩ হাজার টাকা চুরি করে পালিয়ে যায় যুবকটি। পরবর্তীতে সিসিটিভি ফুটেজে যুবকটিকে সনাক্ত করে থানায় এজাহার দায়ের করেন ভুক্তভোগীরা। পরে আইনশৃঙ্খলা বাহিনী ফুটেজ সনাক্ত করে অভিযান চালিয়ে মারমা বাজার থেকে চোরচক্রে যুবকটিকে গ্রেফতার করা হয়।

পুলিশ আরো জানায়, প্রথমিক জিজ্ঞাসাবাদে আসামী চুরি ঘটনা কথা স্বীকার করে যুবকটি। জিজ্ঞাসাবাদ শেষে তার কাছ থেকে নগদ অর্থ সাড়ে ৬৩ হাজার টাকা, একটি স্মার্ট মোবাইল ও ৭ ভরি সাত আনা স্বর্ণ লঙ্কা যার অর্থ পরিমান সাড়ে ৯ লক্ষ টাকা উদ্ধার করা হয়।

পুলিশ সুপার শহিদুল্লাহ কাউছার বলেন, অভিযান চালিয়ে বাসা বাড়িতে ছুরি ঘটনায় চোরচক্রে যুবকটি গ্রেফতার করা হয়েছে। তাছাড়া শহরে মোটর সাইকেল চুরির ঘটনার সাথে চোরচক্রে একজন সদস্য। আসামীকে আদালতে প্রেরণ করে জিজ্ঞাসাবাদে জন্য রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে।

সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী, সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি পারভেজ, প্রেসক্লাবে সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে ২৭ নভেম্বর বুধবার রাতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের দুর্গম ধোপাছড়ি এলাকা থেকে মোটর সাইকেল চোর চিংসামং প্রু কে আটক করে পুলিশ। এসময় তার কাছ থেকে ৩টি মোবাইল ও ৭টি মোবাইল সিম জব্দ করে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here