আলীকদমে কারিতাসের কর্তৃক ছাগল বিতরণ

0
11

সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ।।আলীকদম।।

বান্দরবানের আলীকদমে কারিতাস বাংলাদেশ এসডিডিবি প্রকল্পের আয়োজনে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রবিবার (১৫ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলার কলারঝিরি ইউনুস মেম্বার পাড়ায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় অংশগ্রহণ করেন স্থানীয় সাংবাদিক, ওয়ার্ড মেম্বার এবং ক্লাব লিডারগন।

কারিতাস এসডিডিবি প্রকল্প এর আলীকদম এনিমেটর ইন্দ্রিতী ত্রিপুরার সঞ্চালনায়, মত বিনিময় সভায় বক্তারা আরো বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। এরা মানবসম্পদ। সৃষ্টিকর্তা মানুষকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। প্রতিবন্ধীরা এই সৃষ্টির একটি বিরাট অংশ। প্রতিবন্ধীদের সমাজের মূলধারার সাথে মিশে কাজ করতে হবে। কেউ পিছিয়ে থাকবে না। কাউকে পিছিয়ে রেখে এগিয়ে যাওয়া কিছুতেই সম্ভব নয় বলে জানান বক্তারা।

মতবিনিময় সভা শেষে অস্বচ্ছ প্রতিবন্ধী, ছয় জন উপকার ভোগীর মাঝে ছয়টি ছাগল ও ২ জন প্রতিবন্ধি কে ক্ষুদ্র ব্যবসার ২ নগত টাকা বিতরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here