মিল্টন চাকমা কলিন,মহালছড়ি।।
২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার রুটিন প্রকাশ করেছে মাধমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। রূটিন অনুযায়ী পরীক্ষা শুরু হবে ২০২৫ সালের এপ্রিল মাসের ১২ তারিখ থেকে।
এদিকে পার্বত্য অঞ্চলে(রাংগামাটি, খাগড়াছড়ি, বান্দরবান) ১২ এপ্রিল থেকে ৩/৪ দিন ব্যাপী অনুষ্ঠিত হবে পার্বত্য অঞ্চলের পাহাড়িদের সব চেয়ে বড় উৎসব বৈসাবি(বৈসু,সাংগ্রাই,বিঝু) উৎসব। ১২ তারিখ চাকমাদের ফুল বিঝু ও ১৩ তারিখ মুল বিঝু, তেমনি মারমা ও ত্রিপুরাদের সপ্তাহব্যাপী বিভিন্ন অনুষ্ঠান অনুষ্টিত হবে।
এই উৎসবের দিনে পরীক্ষার তারিখ পরাতে পার্বত্য অঞ্চলের ছাত্র/ছাত্রী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি ছাত্র/ছাত্রী ও শিক্ষকদের সাথে এটা বৈষম্য বলে মনে করেন অনেকেই।
যদিও উৎসব থেকে শিক্ষাটা গুরত্বপূর্ণ তথাপি আনন্দ উৎসবও শিক্ষার একটি গুরত্বপূর্ণ অংশ মনে করেন পাহাড়ের মানুষ।
রুটিন প্রকাশের পর থেকে শিক্ষা প্রতিষ্ঠান ও সোসিয়াল মিডিয়া সহ সর্বত্র চলতেছে আলোচলা- সমালোচনা। পার্বত্য অঞ্চলের শিক্ষকদের মতে ২০ এপ্রিল বা এপ্রিল মাসের প্রথম থেকে পরীক্ষা শুরু করলে বৈসাবি উৎসব ভালো করে কাটাতে পারতো তিন পার্বত্য জেলার মানুষ।
মহালছড়ি এপিবিএন স্কুলের সিনিয়র শিক্ষক থুইসাপ্রু মারমা বলেন এই পরীক্ষা রুটিনে পার্বত্য এলাকার বৈসাবি উৎসব কে উপেক্ষা করা হয়েছে। অন্তত সারা দেশে না হলেও চট্টগ্রাম শিক্ষা বোর্ড এর ক্ষেত্রে পাহাড়িদের উৎসবকে বিবেচনায় নিয়ে আলাদা পরীক্ষা রুটিন করা প্রয়োজন বলে মনে করেন তিনি।
২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদেরও চাওয়া একই পরীক্ষা অন্তুত এক সপ্তাহ পিছানো অথবা এগিয়ে নিয়ে আসা হোক এমনটাই দাবি সকলের।