মঙ্গলবার, ডিসেম্বর ২, ২০২৫
HomeUncategorizedআলীকদমে খুন হওয়া ব্যক্তিদের ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে ছাত্রদল

আলীকদমে খুন হওয়া ব্যক্তিদের ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে ছাত্রদল

সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ।।আলীকদম।।

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে খুনের শিকার সকল নেতাকর্মী ও নাগরিকদের মুক্তির দাবিতে এবং আওয়ামীলীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকাণ্ড বা নির্যাতনের শিকার নেতাকর্মীদের যথাযথ বিচারের দাবিতে বান্দরবানের আলীকদমে মানববন্ধন করেছে ছাত্রদল।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪ ঘটিকার সময় আলীকদম উপজেলা ছাত্র দলের উদ্যোগে আলীকদম প্রেসক্লাবের সামনে মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্হিত ছিলেন আলীকদম উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেন, বেসরকারি বিশ্ব-বিদ্যালয় কেন্দ্রীয় কমিটির সাবেক তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দীন তানভীরসহ আরও অনেকে উপস্হিত ছিলেন।

মানব বন্ধনে বক্তারা বলেন, ফ্যাসীবাদী আওয়ামীলীগ সরকারের আমলে বিগত পনের বছরে স্বৈরাচার হাসিনার সময়ে ছাত্রদলের বহু নেতাকর্মী,বুদ্ধিজীবী ও সাংবাদিকসহ নিরপরাধ মানুষ খুন ও গুমের শিকার হয়েছেন। এ সময় আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর নির্মম হত্যাকাণ্ড ও নির্যাতনের শিকার নেতাকর্মীদের যথাযথ বিচারের দাবি করেন।

আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

পাঠকের মতামত

error: