বুধবার, নভেম্বর ৫, ২০২৫
HomeUncategorizedবাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ইন্টারন্যাশনাল ভলেন্টিয়ার ডে দিবস পালিত

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ইন্টারন্যাশনাল ভলেন্টিয়ার ডে দিবস পালিত

আরাফাত হোসেন বেলাল।। লংগদু।।

আন্তর্জাতিক রেড ক্রিসেন্ট ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলন বিশ্বব্যাপী প্রায় ৯৭ মিলিয়ন স্বেচ্ছাসেবী, সদস্য এবং কর্মী সহ একটি আন্তর্জাতিক মানবিক আন্দোলন যা মানুষের জীবন এবং স্বাস্থ্য রক্ষা, সব মানুষের প্রতি শ্রদ্ধা নিশ্চিত করা এবং মানুষের দুর্ভোগ প্রতিরোধ ও লাঘব করার জন্যে প্রতিষ্ঠিত হয়েছিল।

গত ৫ ডিসেম্বর বৃহস্পতিবার রাঙামাটি, লংগদু রেড ক্রিসেন্ট ইয়ুথ লংগদু উপজেলা টিমের উদ্যোগে সকাল দশ ঘটিকা হতে রাঙামাটি জেলাধীন উপজেলা হর্টিকালচার রেষ্ট হাউস বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ইন্টারন্যাশনাল ভলেন্টিয়ার দিবস ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়৷

অনুষ্ঠানে আবির চাকমার সভাপতিত্বে, প্রধান অতিথি উপস্থিত ছিলেন, লংগদু সরকারি মডেল ডিগ্রি কলেজের প্রভাষক হারুনুর রশিদ, বিশেষ অতিথি লংগদু ফায়ার সার্ভিস সহঃ অধিনায়ক টিটন সেন, যুব রেড ক্রিসেন্ট সোসাইটি লংগদু আজীবন সদস্য আব্দুল হালিম ও শাহআলম মুরাদ সহ উপস্থিত রেড ক্রিসেন্ট সোসাইটি লংগদু ভলেন্টিয়ার টিমের সকল সদস্যবৃন্দরা

এ সময় লংগদু যুব রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য আব্দুল হালিম বলেন, রেড ক্রিসেন্ট সোসাইটি একটি মানবিক সেচ্ছাসেবক সংগঠন, আমাদের মূল কাজ হচ্ছে দুর্যোগ মোকাবেলা করা, অসহায় দরিদ্র মানুষের পাশে দাড়ানো ও সামাজিক সেবা প্রদান করাই রেড ক্রিসেন্ট সোসাইটির মূল উদ্দেশ্য।

পরিশেষে, রেড ক্রিসেন্ট সোসাইটির লংগদু ইয়ুথ টিমের উদ্যোগে সাংস্কৃতিক প্রতিযোগিতা অংশগ্রহণকারী প্রতিটি ইভেন্টের প্রথম, দ্বিতীয়, তৃতীয় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

পাঠকের মতামত

error: