চন্দ্রঘোনায় ৪ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

0
25

উচ্চপ্রু মারমা রাজস্থলী।।

কাপ্তাইতে চন্দ্রঘোনাতে অভিযান চালিয়ে ৪ বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামী মিলন কান্তি দে ওরফে বৈদ্য মিলন (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত ৮ টায় ছাগলখাইয়া বটতল এলাকা থেকে এই আসামীকে গ্রেফতার করা হয়। তিনি রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া ইউনিয়ন এর ছাগলখাইয়া এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেন চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ( ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মোঃ রোমান হোসেন, এএসআই অশোক শীল সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে ছাগলখাইয়া বটতল এলাকা হতে জিআর-২০/০৮ মামলার সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করা হয়।

পুলিশ আরো জানায়, ৪ বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামী মিলন কান্তি দে ওরফে বৈদ্য মিলন (৩৫) দীর্ঘদিন ধরে গা ঢাকা দিয়ে লুকিয়ে ছিল। পরে সংবাদ পেয়ে তাকে গ্রেফতার করা হয়। আসামীকে বুধবার সকালে রাঙামাটি বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here