মেধা দিয়ে পুলিশের চাকরি পেলো ১১ জন তরুণ- তরুণী 

0
33

বান্দরবান প্রতিনিধি।।

কোনো প্রকার হয়রানি, সুপারিশ এবং ঘুষ ছাড়া মাত্র ১২০ টাকা খরচ করে বান্দরবানে মেধায় দিয়ে পুলিশে চাকরি পেয়েছেন ১১ তরুণ-তরুণী।

শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে বান্দরবানের পুলিশ লাইনের সভাকক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে নামের তালিকা প্রকাশ করেন বান্দরবানের পুলিশ সুপার মো.শহিদুল্লাহ কাওছার।

এসময় পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার চুড়ান্ত নির্বাচিত ১১জন তরুণ-তরুণীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। পাশাপাশি পুলিশে চাকরির জন্য নির্বাচিত হয়েছে তাদের শুভেচ্ছা জানানো হয়।

পুলিশের তথ্য বলছে, ১১ টি পদের বিপরীতে বান্দরবানে ৩০২ জন পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার অংশগ্রহণ করে। ৩ দিন শারীরিক পরীক্ষা শেষে ৩০২ জনের মধ্যে ৮৫ জন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করার যোগ্যতা অর্জন করে। পরে লিখিত পরীক্ষায় ৮৫ জন অংশগ্রহণ করে ১৯ জন উত্তীর্ণ হয়। শেষে মৌখিক পরীক্ষায় ১৯ জন থেকে ১১ জন উত্তীর্ণ হয়, যার মধ্যে মেধায় ১০ জন আর ক্ষুদ্র নৃ-গোষ্ঠি কোটায় ১ জন উত্তীর্ণ হয়।

পুলিশ সুপার মো.শহিদুল্লাহ কাওছার বলেন, কোনো প্রকার হয়রানি, সুপারিশ এবং ঘুষ ছাড়া ১১ জন তরুণ-তরূণীরা মেধা দিয়ে চাকরি পেয়েছে। আর যারা নির্বাচিত হয়নি তাদের ও আগামীতে এই ধরণের পরীক্ষাগুলোতে অংশগ্রহণের আহবান জানান এবং নিজ নিজ যোগ্যতায় চাকরির কোটা পূরণের আহবান জানান।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মো. রায়হান কাজেমী, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাবেক সাধারণ সম্পাদক মিনারুল হকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং পুলিশের বিভিন্ন পদ মর্যদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here