মঙ্গলবার, ডিসেম্বর ২, ২০২৫
Homeঅপরাধবান্দরবানে মোটরবাইক চোর চক্রে সদস্য গ্রেফতার

বান্দরবানে মোটরবাইক চোর চক্রে সদস্য গ্রেফতার

বান্দরবান প্রতিনিধি।।

বান্দরবানে রাতে আধারে মোটর বাইক চুরি ঘটনায় চোরচক্রে মুলহোতা চিংসামং প্রকাশ রাহুল তংচঙ্গ্যাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে জেলা পুলিশ সুপার সম্মেলন কক্ষে এক সাংবাদিক সম্মেলনে এসব কথা জানান পুলিশ সুপার শহিদুল্লাহ কাউছার।

গ্রেফতারকৃত রোয়াংছড়ি নোয়াপতং ইউনিয়নে গৈক্ষ্যং গ্রামে সাচিমং মারমা ছেলে।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, তথ্যপ্রযুক্তি মাধ্যমে বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। অভিযানে চোরচক্রে মুল হোতা অবস্থান সনাক্ত করে চিংসামং প্রকাশ রাহুল তংচঙ্গ্যাকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় তার কাছ থেকে চুরি হওয়া ২টি মোটর বাইক, ৩টি ব্যবহৃত মোবাইলসহ ৭টি সিম উদ্ধার করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনী আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোটর বাইক চুরি ঘটনায় জড়িত বলে আসামী স্বীকার করেছে। এই পর্যন্ত তিনটি মোটর বাইক হারানোসহ ২টি মামলা থানায় দায়ের করা হয়েছে।

জেলা পুলিশ সুপার শহিদুল্লাহ কাউছার বলেন, এই চোর চক্রে জড়িত অনান্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

পাঠকের মতামত

error: