বান্দরবান প্রতিনিধি।।
বান্দরবানের থানচির দুর্গম সীমান্তবর্তী এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়ে দুটি বন্দুক ও গুলিসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করেছে বিজিবি।
গতকাল বিকালে সীমান্তবর্তী হাজরাংপাড়ায় এলাকায় অভিযানে এসব উদ্ধার করা হয়।
সোমবার (১৮ নভেম্বর) সন্ধায় বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে মাধ্যমে এই তথ্য জানানো হয়।
বিজিবি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাপ্টেন মোঃ ইমামুল আজিম আর্টিলারি নেতৃত্বে ২০ জনের টহল দল অস্ত্র গোলাবারুদসহ হাজরাংপাড়া এলাকায় ফাঁদ পেতে অবস্থান করে। এসময় কয়েকজন সিভিল পোশাক পরিহিত সন্ত্রাসীকে ঝিরি অতিক্রম করতে দেখতে পেয়ে অভিযান চালায় বিজিবি। অভিযানে উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছুঁড়লে পালটা গুলি ছুড়লে সন্ত্রাসীরা ছত্রভঙ্গ হয়ে গহীন জঙ্গলে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে ২টি বন্দুক, ১টি পিস্তল, রাউন্ড গুলি ও কম্ব্যাট পোশাকসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করে বিজিবি।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবানের থানচির দুর্গম সীমান্তবর্তী হাজরাংপাড়ায় সন্ত্রাসবিরোধী অভিযানে দুটি বন্দুকসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে বিজিবি।