কাপ্তাই লেকে শুভলং চ্যানেল সুইমিং প্রতিযোগিতা 

0
8

জেলা প্রতিনিধি।। রাঙ্গামাটি।।

রাঙামাটি জেলার কাপ্তাই হ্রদে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘সুবলং চ্যানেল সুইমিং’-এর সাঁতার প্রতিযোগিতা। শনিবার (১৬ নভেম্বর) সকালে রাঙামাটি জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় সুবলং বাজার থেকে এই প্রতিযোগিতা শুরু হয়ে শহরের শহীদ মিনার ঘাটে এসে শেষ হয়। এই ১৩ দশমিক ৫ কিলোমিটার পর্যম্ত দূরত্বে এই সাঁতার প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৩০ জন সাঁতারু প্রতিযোগী অংশ নিয়েছেন । পরে বিকালে রাঙামাটি শহীদ মিনার প্রাঙ্গণে সাঁতারে অংশ নেওয়া সকল প্রতিযোগী ও বিজয়ীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদ বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, জেলা পুলিশ সুপার এস এম ফরহাদ হেসেন, সিভিল সার্জন ডা. নূয়েন খীসা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) নাসরিন সুলতানা প্রমুখ। সুবলং চ্যানেল সুইমিং প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন বরগুনা জেলার সাইফুল ইসলাম রাসেল, দ্বিতীয় সাতক্ষীরা জেলার তৌফিকুজ্জামান ও তৃতীয় বরগুনা জেলার এস এম ফেরদৌস।

রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, ‘আমাদের কাপ্তাই লেকে সুবলং চ্যানেলের নীল জলরাশি সবাইকে আর্কষণ করে। কাপ্তাই লেকে এত সুন্দর চ্যানেল আছে, আমাদের অথচ এই ধরনের সাঁতার প্রতিযোগিতা আগে হয়নি। এবার প্রথম আমরা সাঁতারুদের উৎসাহ করার জন্য সারা দেশে যত সাঁতারু রয়েছে তাদের উৎসাহ ও অনুপ্রেরণা জোগানোর জন্য এই প্রতিযোগিতার আয়োজন করেছি। আমাদের এই প্রতিযোগিতায় ৩০ জন সাঁতারু অত্যন্ত সফলতার সঙ্গে তাদের প্রতিযোগিতা সম্পূর্ণ করেছে। ভবিষ্যতেও আমাদের এই ধরনের প্রতিযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here