পার্বত্য উপদেষ্টা উপহার সামগ্রী খাদ্য সংকটে থাকার অসহায় পরিবারে হাতে পৌঁছাই দিল থানচি উপজেলা প্রশাসন

0
16

নিজস্ব প্রতিবেদক।।থানচি।।

বান্দরবানের থানচি উপজেলা চলতি বছরে দুর্গম পাহাড়ে খাদ্য সংকটাপন্ন এলাকা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের পার্বত্য উপদেস্টা সুপ্রদীপ চাকমা উপহার সামগ্রী অসহায় হত দরিদ্র ৩ শত পরিবারের হাতে পৌছানো হয়েছে উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসনের উদ্যোগের বৃহস্পতিবার সকাল ৬ টা হতে সন্ধ্যা ৬ টা পর্যন্ত দিনব্যাপী উপজেলা সদর থেকে ইঞ্জিন চালিত বোটে গিয়ে উপজেলা তিন্দু ইউনিয়নের পর্দ্দা ঝিড়ি মূখ, তিন্দু বাজার প্রাঙ্গন,রেমাক্রী মূখ প্রঙ্গন তিনটি স্থান ও রেমাক্রী ইউনিয়নের রেমাক্রী বাজার, ছোট মদক বাজার, বড় মদক বাজার প্রাঙ্গন তিনটি স্থানের পৃথক ভাবে অসহায় পরিবারে প্রধানদের হাতে সহায়তা হিসেবে প্রতি পরিবারকে ৩০ কেজি করে চাউল হাতে তুলে দেয়া হয়।

এ সময় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো: মশফিজুর রহমান, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জমির উদ্দিন সরকার, প্রাথমিক শিক্ষা দপ্তরে সহকারী শিক্ষা কর্মকর্তা মো: নিজাম উদ্দিন, প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম, রেমাক্রী ইউপি চেয়ারম্যান মুইশৈথুই মারমা রনি, তিন্দু ইউপি চেয়ারম্যান ভাগ্য চন্দ্র ত্রিপুরা প্রমূখ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, জাতীয় দৈনিক আজকের পত্রিকা সীমান্ত বর্তী দুর্গম এলাকার খাদ্য সংকটে শতাধিক পরিবার শিরোনামে প্রকাশিত প্রতিবেদনটি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সু- নজরে পড়ে এবং চলতি বছরে অতি বৃস্টি,খরা মৌসুমে পাহাড়ে জুমের পরিচর্চা সময়ের খাদ্য অভাব দেখা দেয়ার ক্ষতি গ্রস্ত পরিবারকে যাছাই বাছাই করে রেমাক্রী তিন্দু দুই ইউনিয়নের ৩০০ পরিবারকে বিশেষ খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here