“প্রথমবার যেটা জিতেছি বাই চান্স নয়”

0
18

।। রুমাবার্তা ডেস্ক।।

টানা দুই বার নারী সাফ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন বাংলাদেশ। দুই বারই বাংলাদেশ দলের অধিনায়ক সাবিনা খাতুন। তাই তার উচ্ছ্বাস ও প্রতিক্রিয়া অন্য সবার চেয়ে একটু ভিন্নই।

কাঠমান্ডুতে সাফ শিরোপা পুনরায় স্পর্শ করার পর বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘এটা আমাদের ফুটবলের জন্য প্রয়োজন ছিল। মেয়েদের ফুটবল যে উন্নতি হয়েছে সেটা মেয়েরা প্রমাণ করেছে। প্রথমবার যেটা জিতেছি বাই চান্স নয়।’

ট্রফি জয়ের পরই স্বাভাবিকভাবে উৎসর্গের প্রশ্ন আসে। সাবিনা এই প্রশ্নের উত্তরে বলেন, ‘দেশের মানুষের মান রাখতে পেরেছি এটাই বড় পাওয়া। দেশের মানুষের দোয়া ছাড়া এই সাফল্য অর্জন সম্ভব হতো না। মেয়েরা যে খেলেছে তারাও দাবিদার।’

বাংলাদেশ দলের অন্যতম সিনিয়র ফুটবলার মারিয়া মান্ডা। জুনিয়র পর্যায়ে বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন এই মিডফিল্ডার। তিনি সরাসরি বলছেন, ‘এই ট্রফিটা আমাদের দেশের মানুষকে উৎসর্গ করতে চাই।’

গতবার স্বাগতিক নেপালকে বেশ সহজেই হারিয়েছিল বাংলাদেশ। এবার বেশ কাঠখড় পোড়াতে হয়েছে। ৫২ মিনিটে লিড নিলেও তিন মিনিট পরেই সমতা এনেছে। এরপর ৮১ মিনিটে ঋতুপর্ণার গোলে বাংলাদেশ ফাইনালে জয়লাভ করে। ম্যাচের পরিস্থিতি নিয়ে মারিয়া বলেন, ‘সমতা হওয়ার পর আমরা মনোবল হারাইনি, গোল দিয়ে ম্যাচ জেতার চেষ্টা করেছি। ম্যাচ জিতেছি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here