আলীকদমে বালু উত্তোলনের সময় অভিযান চালিয়ে এস্কেবেটর জব্দ করলেন ইউএনও

0
17

নিজস্ব প্রতিবেদক।।আলীকদম।।

বান্দরবানের আলীকদমে অবৈধ ভাবে ২নং চৈক্ষ্যং ইউনিয়নের ৩নং ওয়ার্ড ভরির মুখ মংপাখই হেডম্যান পাড়া এলাকার পাশে মাতামুহুরি নদীর চর থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের সময় অভিযান চালিয়ে এস্কেবেটর গাড়ি জব্দ করেছেন ইউএনও।

সোমবার (২৮ অক্টোবর) বিকেলে ২নং চৈক্ষ্যং ইউনিয়নের ৩নং ওয়ার্ড মংপাখই হেডম্যান পাড়া এলাকার পাশে মাতামুহুরি নদীর চর থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের সময় অভিযান চালিয়ে এস্কেবেটর গাড়ি জব্দ করেছেন আলীকদম উপজেলা নির্বাহী অফিসার রূপায়ন দেব।

স্হানীয়রা বলেন, এস্কেবটর মালিক পান বাজার এলাকার আব্দুর রহমান নামের এক ব্যক্তি ভরিরমুখ মংপাখই হেডম্যান পাড়া থেকে মাতামুহুরি নদীর চর থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করেন। সড়ক উন্নয়নের দোহাই দিয়ে রাতে ও দিনের বেলায় অবৈধ ভাবে নিয়মিত বালু উত্তোলন করে বিক্রি করেন। তারা আরও বলেন, আব্দুর রহমান শুধু বালু উত্তোলন করে না তার সাথে পাহাড় কেটে বিভিন্ন স্থানে মাটি বিক্রি করেন বলে জানান। মাতামুহুরি নদীর চর থেকে বালু উত্তোলনের তথ্য পেয়ে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে বালু উত্তোলন কাজে ব্যবহৃিত এস্কেবেটর গাড়ি জব্দ করেন বলে জানা যায়।

আলীকদম উপজেলা নির্বাহী অফিসার রূপায়ন দেব বলেন,চৈক্ষ্যং ইউনিয়নের ৩নং ওয়ার্ড ভরিরমুখ মংপাখই হেডম্যান পাড়া এলাকায় মাতামুহুরি নদীর চর থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের খবর পেয়ে অভিযান চালিয়ে বালু উত্তোলনের কাজে ব্যবহৃিত এস্কেবেটর গাড়ি জব্দ করা হয়েছে। এ সময় এস্কেবেটর গাড়ি জব্দ করে মোবাইল কোর্টের মাধ্যমে ১ মামলা রুজু হয়েছে। এ মামলায় মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানান। তিনি আরও বলেন, আগামীতেও আমাদের অভিযান অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here