রুমায় নৌকা ডুবে এক নারী নিখোঁজ

0
48

।।অংবাচিং মারমা,নিজস্ব প্রতিনিধি।।

বান্দরবানে রুমায় বাজার থেকে বাড়ির ফেরার পথে সাঙ্গু নদীতে নৌকা ডুবে উয়ইচিং মারমা (৩৬) নামে এক নারী নিখোঁজ হয়েছে। তবে এখনো পর্যন্ত মহিলাটিকে খুজে পাওয়া যায়নি।

সোমবার (১৪ অক্টোবর) দুপুরে সাড়ে তিনটার দিকে পাইন্দু ইউনিয়নে ১নং ওয়ার্ডে গংগা পাড়া ঘাটে এই ঘটনা ঘটে।

নিখোঁজ মহিলা তমক পাড়া গ্রামে মংচিংখয় মারমা মেয়ে উয়ইচিং মারমা-(৩৬)। তার দুই মেয়ে এক ছেলে রয়েছে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, সকালে নৌকা যোগে গ্রাম থেকে সপরিবার নিয়ে রুমা বাজারে আসেন প্রবারণা পূর্ণিমা বাজার করতে। বাজার শেষ করে বিকাল দিকে ১৮ জন যাত্রী নিয়ে এলাকাতে রওনা দেয় নৌকাটি। খক্ষ্যংঝিড়ি এলাকা গংগা পাড়া ঘাটে পৌছার আগে নৌকা ইঞ্জিনে আগুন লাগে। এসময় নৌকাটি ঘুরাতে গিয়ে নদীতে ডুবে যায়। এই ঘটনায় অনান্য যাত্রীরা প্রাণ বাচাতে পারলেও পানিতে ডুবে মহিলাটি নিখোঁজ হয়ে যায়। পরে এলাকাবাসীরা অনেক খোজাখুজি করলেও মহিলাটিকে আর পাওয়া যায়নি।

এব্যাপারে পাইন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উহ্লামং মারমা বলেন, বাজার করে বাড়িতে ফেরার পথে নৌকাটি ডুবে গেলে পানিতে পড়ে মহিলাটি নিখোঁজ হয়ে যায়। এলাকাবাসীরা অনেক খোজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। তবে এবিষয়ে ফায়ার সার্ভিসকেও অবগত করা হয়েছে, আগামিকাল উদ্ধারে চালানো হবে বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here