।।আকাশ মারমা, বান্দরবান ।।
স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত বান্দরবানে দুই উপজেলার পৌরসভা মেয়রদের অপসারণের প্রজ্ঞাপন দিয়েছে স্থানীয় সরকার।
রবিবার (১৮ আগষ্ট) স্থানীয় সরকার উপ-সচিব মো: মাহবুব আলম এক স্বাক্ষরিত মাধ্যমে এই প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনের বলা হয়,স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ ২০২৪ এর ধারা ৩২(ক) প্রয়োগ করে বাংলাদেশের নিম্নবর্ণিত পৌরসভা মেয়রপক্ষে স্ব স্ব পদ হতে অপসারণ করা হলো।
এদিকে বান্দরবানে ১৮টি ওয়ার্ড নিয়ে গঠিত বান্দরবান ও লামা উপজেলা দুটি পৌরসভা । এই দুটি পৌরসভা মধ্যে আওয়ামীলীগের নেতা দুজন মেয়র পদে রয়েছেন।
তারা হলেন- বান্দরবানে জেলা পৌরশহির আওয়ামিলীগের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম ও লামা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: জহিরুল উদ্দিন।
এই দুই উপজেলার পৌর মেয়রের মধ্যে শামসুল ইসলাম পৌরশহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে রয়েছেন। তিনি ২০২৩ সালে সোমবার (১৯ জুন) উপ- নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র পদে নির্বাচিত হয়েছিলেন।
অপদিকে লামা উপজেলা পৌরসভা উপনির্বাচনে মো. জহিরুল ইসলাম আওয়ামিলীগের সাধারণ সম্পাদক পদে রয়েছেন। তিনি ২০২১ সালে ১৬ জানুয়ারী লামা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. জহিরুল ইসলাম বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। নৌকা প্রতীক নিয়ে তার প্রাপ্ত ভোটের সংখ্যা ৯ হাজার ৪০৫। তবে সেখানে নির্বাচনে জাল ভোটসহ বিএনপি প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়া অভিযোগ রয়েছে এই মেয়রের বিরুদ্ধে।
এদিকে গত ১৫ বছর ধরে স্বৈরাচারী আওয়ামীলীগের সরকার ক্ষমতা থাকাকালীন জেলা জুড়ে টেন্ডারবাজি, প্রকল্পের লুটপাট ও দুর্নীতি করেছিল এই জনপ্রতিনিধিরা। এরপর থেকে সাধারণ মানুষের মাঝে বিষাক্ত হয়ে উঠে আওয়ামীলীগ সরকার। গেল ৫ আগষ্ট স্বৈরাচারী আওয়ামীলীগ সরকার দেশ ছেড়ে পালানো পর আনন্দের উচ্ছ্বাস মেতে উঠে পুরো দেশবাসী। এরপর দেশ সংস্কারের দ্বায়িত্বে বসেন অর্ন্তবর্তীনকালীন সরকারে উপদেষ্ট নোবেল জয়ী ড. ইউনুস।
এবিষয়ে জেলা প্রশাসক শাহ মোহাজিদ উদ্দিন বলেন, আমরা পুরো জেলায় মেয়র অপসারণের একটা গেজেট পেয়েছি । তবে প্রশাসনের পক্ষ থেকে কাকে নিয়োগ দেয়া হবে সে ব্যাপারে এখনো নির্দেশনা আসেনি। যদি নির্দেশনা আসে তখন কাকে নিয়োগ দেয়া হবে সেই ব্যাপারে পরে বিস্তারিত বলা যাবে।