রুমায় জাতীয় শোক দিবস পালিত

0
43

উবাসিং মারমা।।রুমা।।

বান্দরবানের রুমা উপজেলায় জাতীয় শোক দিবস উপলক্ষে আ.লীগের নিজস্ব কার্যালয়ে আজ মঙ্গলবার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতীক ছবিতে ফুলেল মালা দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আ.লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শ্রদ্ধার শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বরেন ত্রিপুরা’র সংঞ্চালনায় আলোচনা সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন শৈমং মারমা শৈবং।

এ সময় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি রাজিব মল্লিক, মো.আবু সিদ্দিক, মো. আবু বক্কর সিদ্দিক, দপ্তর সম্পাদক নুমংসিং মারমা, মহিলা বিষয়ক সম্পাদক কল্যাণী চৌধুরী, যুব লীগের সভাপতি উহ্লামং মারমা ও সাধারণ সম্পাদিকা রূপনা বড়ুয়াসহ আরো অনেকে প্রমূখ।

বক্তারা বলেন, জাতির পিতার আদর্শে সোনার বাংলা গড়ে তুলতে পারলে সেটিই হবে বঙ্গবন্ধুর প্রতি আমাদের শ্রদ্ধা। পরবর্তী প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নত বাংলাদেশ গড়তে সবাইকে মুক্তিযুদ্ধের চেতনা লালন করার আহবান জানান তিনি।

রুমা উপজেলা আওয়ামী লীগে সভাপতি শৈবং মারমা বক্তব্যে বলেন, যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে বঙ্গবন্ধু এগিয়ে নিতে যেভাবে কাজ করছিলেন তা অনেকের সহ্য হয়নি। বঙ্গবন্ধু নিজে জানতেন তাকে হত্যা করা হতে পারে তবুও তিনি দমে যাননি। কারণ, তিনি বিশ্বাস করেননি এ দেশের মানুষ তাকে হত্যা করবে।ভুলে গেলে চলবে না দেশের জন্য জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অবদান সীমাহীন। বঙ্গবন্ধু আমাদের যা দিয়েছেন তার ঋণ কখনও শোধ হবে না। গ্রামীণ সংস্কার থেকে শুরু করে দেশের প্রতিটি শাখায় তিনি ভূমিকা রেখেছেন বঙ্গবন্ধু ও বাংলাদেশ একই সূত্রে গাঁথা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here