আলীকদমে সেনাজোনের উদ্যোগে খেলাধুলা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান

0
33

সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ।।আলীকদম।।

বান্দরবানের আলীকদমে সেনা জোন (৩১ বীর) কর্তৃক পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার লক্ষ্যে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, এতিমখানার শিক্ষক শিক্ষার্থী, গরীব ও দুঃস্থ পরিবারসহ উপজাতীয় মুসলিম কল্যাণ সংস্থা এবং আলীকদম মুরং কমপ্লেক্সে ছাত্র ছাত্রীদের মাঝে নগত আর্থিক সহায়তা ও খেলাধুলা সামগ্রী বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (০৮ অগস্ট) বেলা ১১ ঘটিকার সময় আলীকদম সেনাজোনের ক্যান্টিন সংলগ্ন হলরুমে বিভিন্ন স্কুল,কলেজ, মাদ্রাসা, এতিমখানার শিক্ষক শিক্ষার্থী,গরীব ও দুঃস্থ পরিবারসহ উপজাতীয় মুসলিম কল্যাণ সংস্থা এবং আলীকদম মুরং কমপ্লেক্সে ছাত্র ছাত্রীদের খাবার বিল বাবদ আর্থিক অনুদান প্রদানসহ সর্বমোট ২,৬৫,১৬৯.০০ (দুই লক্ষ পঁয়ষট্টি হাজার একশত উনসত্তর টাকা মাত্র) টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়। এছাড়াও আলীকদম মো কমপ্লেক্স এর ছাত্রছাত্রীদের মাঝে খেলাধুলার জন্য ফুটবল ও অন্যান্য খেলনা সামগ্রী বিতরণ করেন।

আর্থিক সহায়তা ও খেলাধুলা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেঃ কর্ণেল মোঃ শওকাতুল মোনায়েম,পিএসসি জোন কমান্ডার,আলীকদম সেনা জোন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে বলেন, আলীকদম সেনা জোনের পক্ষ থেকে অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও উন্নয়নমূলক কাজ চলমান আছে এবং ভবিষ্যতেও থাকবে।

তিনি আরও বলেন,সেই সাথে আলীকদম জোনের আওতাধীন সকল ক্যাম্পগুলোতেও অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও উন্নয়ন মূলক কাজ এবং দুঃস্থদের চিকিৎসার্থে মেডিকেল ক্যাম্পেইন এর মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

উল্লেখ্য যে, জোন কর্তৃক প্রতিমাসেই এসকল প্রতিষ্ঠানকে অনুরুপ অনুদান প্রদান করা হয়ে থাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here