বান্দরবানে বাড়ছে ডেঙ্গু প্রকোপ; এক শিশুর মৃত্যু

0
36

।।আকাশ মারমা মংসিং বান্দরবান।।

পাহাড়ি জেলা বান্দরবানে দেখা দিয়েছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। গেল এক সপ্তাহে ডেঙ্গু রোগের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯ জন রোগী। তার মধ্যে পুরুষসহ শিশু ৫ ও মহিলা রয়েছে ৪ জন। তবে সকালে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আব্দুল্লাহ নামে আট বছরের এক শিশু মৃত্যু হয়েছে। নিহত শিশু পৌর শহরে আর্মিপাড়া এলাকায় মিজানুর রহমানে ছেলে।

খোঁজ নিয়ে জানা গেছে, বেশীর ভাগ ডেঙ্গুর প্রভাব দেখা দিয়েছে জেলা সদর পৌর এলাকায়। আর্মি পাড়া, বনরুপা, হাফেজঘোনাসহ আরো বেশ কয়েকটি এলাকায় ডেঙ্গুর রোগের আক্রান্ত হচ্ছে। পাহাড়ের বর্ষা শুরু হলে প্রতিনিয়ত ড্রেনে ময়লা আবর্জনা পানি জমাট হওয়াই সেখানে থেকে দিন দিন বাড়ছে মশা উপদ্রব। তাছাড়া এডিস মশাবাহিত বেড়ে যাওয়ার ফলে ডেঙ্গুর প্রকোপ  বাড়তে শুরু করেছে।  তবে এডিস মশার প্রজননের মূল মৌসুম শুরু হচ্ছে চলতি জুলাই মাসে যা চলবে সেপ্টেম্বর পর্যন্ত। তবে ডেঙ্গুর রোগের কোন আতঙ্ক না হওয়ার কথা জানিয়েছেন চিকিৎসকেরা।

হাসপাতাল সূত্রে জানা যায়, চলতি বছরের জেলা জুড়ে ডেঙ্গু রোগ নিয়ে ভর্তি হয়েছে ৭৭ জন। গত কয়েকমাসে জেলা সদর সরকারী হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত নিয়ে ভর্তি হয়েছে ৬৫ জন। তারমধ্যে পুরুষ ৪১ ও নারী রয়েছে ২৪ জন। বর্তমানে সদর হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত নিয়ে ভর্তি রয়েছে ৮ জন। তবে আজ সকালে মৃত্যু হয়েছে আট বছরের একজন শিশু।

সরেজমিনে দেখা গেছে, জেলা সদর সরকারী হাসপাতালে ডেঙ্গু রোগ নিয়ে ভর্তি হয়েছে প্রতিনিয়ত। শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষজন ডেঙ্গুর পরিক্ষা করছেন। ডেঙ্গুর রোগের লক্ষণ দেখা দিলে পুরুষ-নারী ওয়ার্ডের মশারী টাঙ্গিয়ে ডেঙ্গুর রোগের আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। আবার কেউ কেউ চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। ডেঙ্গু রোগের যাতে আক্তান্ত না হয় তার জন্য বাড়ির আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার পাশাপাশি প্রতিদিন মশারী ব্যবহার করার পরামর্শ দেন চিকিৎসকরা।

রোগীরা জানিয়েছেন, পাতলা পায়খানা,শরীর কাপানোসহ আরো নানা লক্ষণ দেখা দেয় ডেঙ্গুর রোগে। কোন কিছু অবহেলা না করে ডেঙ্গুর রোগের লক্ষণ দেখানোর সাথে হাসপাতালে এসে পরিক্ষা করান রোগীরা। এতে সুস্থতা হলে ছাড় দিয়ে দেন ডাক্তারা। তবে অভিযোগ আছে- শিশু ডাক্তার নিয়মিত না আসার কারণে ডেঙ্গুর রোগে আক্তান্ত নিয়ে মৃত্যু হয়েছে আট বছরের শিশু। ডেঙ্গুর আশঙ্কাজনক দেখা দেওয়াই বারবার শিশু চিকিৎসককে অপেক্ষা করেও পাইনি চিকিৎসা। যার ফলে চিকিৎসা অভাব ও শিশু বিশেষজ্ঞ অবহেলায় এমন মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন নিহত শিশুটির পরিবার।

এবিষয়ে জেলা সদর হসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএম ও) মোঃ তারেকুল ইসলাম বলেন,প্রতি বছর বর্ষা হলেই বান্দরবানে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যায়। তবে বেশির ভাগই ডেঙ্গুর জোন হিসেবে আর্মি পাড়া রয়েছে। তাছাড়া এই ডেঙ্গু রোগের আতঙ্কিত হওয়ার কিছুই নাই বলে জানান তিনি। তবে ডেঙ্গুর রোগের নিহত শিশু বিষয়ে প্রশ্ন করা হলে তিনি এড়িয়ে যান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here