থানচিতে কর্মহীন পর্যটক সংশ্লিষ্টদের আর্থিক সহায়তা প্রদান

0
36

রেমবো ত্রিপুরা।।থানচি।।

বান্দরবানের থানচিতে পর্যটক ভ্রমণের নিষেধাজ্ঞা থাকায় জেলা পরিষদের অর্থায়নে উপজেলা প্রশাসন সহযোগিতায় কর্মহীন পর্যটক গাইডের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

শুক্রবার (১২ জুলাই) দুপুরে থানচি বাজার প্রাঙ্গণে উপজেলা প্রশাসন সহযোগিতায় জেলা পরিষদের অর্থায়নে কর্মহীন পর্যটক গাইড সদস্যদের আর্থিক সহায়তা প্রদান করা হয়।

জানা যায়, সাম্প্রতিক সময়ে কুচি চিং ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) ব্যাংক ডাকাতিসহ বিভিন্ন কর্মতৎপরতা অব্যাহত থাকায় নিরাপত্তা জনিত কারনে রোয়াংছড়ি, রুমা ও থানচি উপজেলায় পর্যটকদের ভ্রমনের বেশ কয়েক দফায় নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন। যার ফলে পর্যটক সংশ্লিষ্ট পর্যটক গাইড, গাড়ি ড্রাইভার ও ইঞ্জিন চালিত নৌকা ড্রাইভারসহ কর্মহীন হয়ে যাওয়ায় আর্থিক অবস্থা আশঙ্কাজনক ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পরে। এই উপলক্ষে জেলা পরিষদ অর্থায়নে, উপজেলা প্রশাসন সহযোগিতায়, এই উপজেলায় নিবন্ধিত পর্যটক গাইড, গাড়ি ড্রাইভার ও ইঞ্জিন চালিত নৌকা ড্রাইভারসহ ২০০জনকে ৫০ কেজি চাল ও নগদ ১হাজার ৭শত টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা, জেলা পরিষদ সদস্য কাঞ্চন জয় তংচংগ্যা, রেমাক্রি ইউনিয়নের চেয়ারম্যান মুইশৈথুই মারমা, থানচি সদর ইউনিয়নের চেয়ারম্যান অংপ্রু ম্রো, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্টরা। এছাড়া পর্যটক গাইড, গাড়ি ড্রাইভার ও ইঞ্জিন চালিত নৌকা ড্রাইভারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here