মঙ্গলবার, ডিসেম্বর ২, ২০২৫
Homeখেলারাজস্থলীতে অনুর্ধ্ব-১৭ (বালক-বালিক) জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

রাজস্থলীতে অনুর্ধ্ব-১৭ (বালক-বালিক) জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

উচ্চপ্রু মারমা রাজস্থলী।। 

রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলা প্রশাসনের আয়োজনে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ (বালক) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ (বালিকা) অনুষ্ঠিত  হয়েছে।

বৃহস্পতিবার (১১জুলাই) বিকাল ৩টায় রাজস্থলী বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্রের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা। তিনি এই টুর্নামেন্টের উদ্বোধন ঘোষনা করেন।

এছাড়াও এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হারাধন কর্মকার, মহিলা ভাইস চেয়ারম্যান গৌতমি খিয়াং, রাজস্থলী উপজেলা প্রেসক্লাবের সভাপতি, আজগর আলী খান, ঘিলাছড়ি ইউনিয়নের চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, কারিতাসের মাঠ কর্মকর্তা সাধন কৃষ্ণ চাকমা, উপজেলার ক্রীড়া সংগঠক এবং সাবেক ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমাসহ গণমান্য উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক উজ্জ্বল তঞ্চঙ্গ্যা।।

আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

পাঠকের মতামত

error: