সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ।।আলীকদম।।
উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানরা আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন।
মঙ্গলবার (২৮ মে) বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম সার্কিট হাউজের হলরুমে তাদের শপথবাক্য পাঠ করান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম। শপথ গ্রহণে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের ডি আই জি নুরে আলম মিনা।
নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ জামাল উদ্দীন এমএ ভাইস চেয়ারম্যান মোঃ রিটন ,মহিলা ভাইস চেয়ারম্যান শিরিনা আক্তার রোকসানা শপথ নেন।
উল্লেখ্য, ১ম ধাপের ৮ মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আলীকদম উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়।
এতে নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়াত কলম প্রতীক নিয়ে ৯ হাজার ৭০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. জামাল উদ্দিন এমএ, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আবুল কালাম ভোট পেয়েছেন ৭ হাজার ৫১৬।
ভাইস চেয়ারম্যান পদে ৯ হাজার ১৪৬ ভোট পেয়ে তালা প্রতীক প্রার্থী বহিষ্কৃত উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মো. রিটন দ্বিতীয় বারের মতো নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কফিল উদ্দিন টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৫৪৭ ভোট।
এদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে সদ্য বহিষ্কৃত উপজেলা মহিলা যুব দলের যুগ্ম আহ্বায়ক শিরিনা আক্তার ৮ হাজার ৮৬৮ ভোট পেয়ে প্রজাপতি প্রতীকে নির্বাচিত হয়েছেন। তার নিকট প্রতিদ্বন্দ্বী ইয়াসমিন আক্তার পেয়েছেন ৭ হাজার ৮২৫ ভোট।