॥ নিজস্ব প্রতিনিধি ॥
কক্সবাজারের উখিয়ায় আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) আস্তানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গ্রেনেড ও রকেট শেল উদ্ধারসহ দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
গত বুধবার (১৫ মে) ভোরে লাল পাহাড় এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র জব্দ ও তাদের আটক করা হয় ।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক ইমরান খান এ তথ্য জানিয়েছেন।
র্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার রাত ২টায় অভিযান শুরু করে পুরো লাল পাহাড় ঘিরে ফেলে র্যাব। এক পর্যায়ে সন্ত্রাসীরা গুলিবর্ষণ শুরু করলে র্যাব পাল্টা গুলি ছোঁড়ে।
এ পর্যন্ত একটি আস্তানা থেকে দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে এবং আস্তানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গ্রেনেড ও রকেট সেল উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, “বেশকিছু দিন ধরে ক্যাম্পে গুলি ও গলা কেটে হত্যার ঘটনা ঘটছে। এর প্রেক্ষিতে রোহিঙ্গা ক্যাম্পে গোয়েন্দা তৎপরতা বাড়ায় র্যাব। এর ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে উখিয়ার ক্যাম্পসংলগ্ন গহীন পাহাড়ে মিয়ানমারের আরসার আস্তানা শনাক্ত করা হয়।”
র্যাব সূত্র জানায়, বাংলাদেশ সেনাবাহিনীর একটি বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট সকাল সোয়া ১১টার দিকে বিস্ফোরক, আইইডি এবং রকেট শেল ধ্বংস করতে ঘটনাস্থলে গেছে।
গত এক বছরে কক্সবাজারের উখিয়া ও টেকনাফ থেকে মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরসার শীর্ষ কমান্ডার, গান কমান্ডারসহ শতাধিক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব।