বিলাইছড়িতে উপজেলা নির্বাহী অফিসারে বিদায় সংবর্ধনা

0
54

সুজন কুমার তঞ্চঙ্গ্যা।।বিলাইছড়ি।।

বিলাইছড়িতে উপজেলা সুযোগ্য নির্বাহী অফিসার সিফাত উদ্দিন এঁর বদলী জনিত কারণে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০১ এপ্রিল) বিকাল ৩:০০ টায় উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদসমূহ,অফিসার্স ক্লাব এবং শিল্পকলা একাডেমির আয়োজন উপজেলা হল রুমে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা,উপজেলা নারী ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আকতার হোসেন, বীর মুক্তিযোদ্ধা শাক্যপ্রিয় বড়ুয়াসহ প্রায় দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

বিদায়ী অনুষ্ঠানে উপস্থিতি সকলে নির্বাহী অফিসারের দুরদর্শীতা দক্ষতা,মেধা ও উন্নয়নের সফল্যের কথা তুলে ধরেন। উন্নয়নের কথা আজীবন মনে রাখবেন এবং ভবিষ্যৎ উন্নতি ও মঙ্গল কামনা করেন। অন্যদিকে একইভাবে নির্বাহী অফিসার বিলাইছড়ি উপজেলার জনসাধারণকে আজীবন মনে রাখবেন। এবং সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here