নানিয়ারচরে নানা কর্মসূচীর মধ্যদিয়ে নারী দিবস পালিত 

0
57

তুফান চাকমা।।নানিয়ারচর।।

“নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ” এ স্লোগানকে সামনে রেখে রাঙামাটির নানিয়ারচরে আন্তর্জাতিক নারী দিবস-২০২৪ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

তবে গত শুক্রবার ৮মার্চ সরকারি ছুটির কারনে আজ রোববার (১০ মার্চ) সকালে নানিয়ারচর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে এবং আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েট এর সহযোগিতা শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে পরবর্তীতে পরিষদের মিলনায়তন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

সভায় নানিয়ারচর মহিলা বিষয়ক কর্মকর্তা ধীমান চাকমা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রগতি চাকমা।

এতে বিশেষ অতিথি হিসেবে নানিয়ারচর উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান হাওলাদার, উপজেলা খাদ্য কর্মকর্তা তপন কান্তি ত্রিপুরা, উপজেলা নির্বাচন অফিসার ভূপতি রঞ্জন চাকমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুপ্তর্ষী সাহা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা নারীর প্রতি সহিংসতা রোধ, নারী-পুরুষের সমঅধিকার নিশ্চিত করা, নারীর কাজের স্বীকৃতি প্রদানের পাশাপাশি নারীদের অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সাফল্য অর্জনের গুরুত্ব তুলে ধরে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here