আবারো সীমান্ত থেকে অবিস্ফোরিত মর্টালশেল উদ্ধার

0
56

আকাশ মার্মা মংসিং।।বান্দরবান।।

আবারো বান্দরবানের নাইক্ষ্যংছড়ি তুমব্রু এলাকা থেকে অক্ষত অবস্থায় মিয়ানমার থেকে ছোড়া অবিস্ফোরিত মর্টারশেল উদ্ধার করেছে বিজিবি। এনিয়ে অক্ষত অবস্থায় দুটি মর্টার শেল উদ্ধার করে তুমব্রু সড়কের পাশে নিরাপদ স্থানে রেখেছে তুমব্রু বিওপি।

শনিবার (১০ ফেব্রুয়ারী) সকালে দিকে তুমব্রু সড়কের ব্রিজ সংলগ্ন অক্ষত অবস্থায় এই বোমা উদ্ধার করা হয়।

বিজিবি ও স্থানীয়রা জানান, সকালে ব্রিজের পাশে অবিস্ফোরিত মর্টারশেল দেখেন এলাকাবাসীরা। পরে বিজিবিকে খবর দিলে উদ্ধার করে নিরাপদ স্থানে রাখা হয়। এনিয়ে প্রায় দুটি মর্টারশেল অবিস্ফোরিত নিরাপদ স্থানে রেখেছে তুমব্রু বিওপি। তবে কখন বিস্ফোরণ করা হবে সেটি ব্যাপারে এখনো জানা যায়নি।

১নং ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল ইসলাম বলেন, সকালে ব্রিজের সংলগ্ন মর্টারশেলটি দেখে বিজিবি খবর দেয়। পরে সেই বোমা উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে গেছে।

উল্লেখ্য, গতকাল তুমব্রু সীমান্তের ৩৪ পিলার পাশে এক জমি থেকে অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার করে বিজিবি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here