রবিবার, জানুয়ারি ২৫, ২০২৬
Homeউন্নয়নপাহাড়ি জনগোষ্ঠীর পাশে সেনাবাহিনী: আলীকদমের দূর্গম কুরুকপাতায় শীতবস্ত্র বিতরণ

পাহাড়ি জনগোষ্ঠীর পাশে সেনাবাহিনী: আলীকদমের দূর্গম কুরুকপাতায় শীতবস্ত্র বিতরণ

সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, ‎আলীকদম:

‎পাহাড়ি অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও টেকসই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে আলীকদম সেনা জোনের উদ্যোগে বান্দরবানের আলীকদম উপজেলার ৪নং কুরুকপাতা ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত অসহায় জনগণের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

‎রবিবার (২৫ জানুয়ারি ) সকাল ১০টায় আলীকদম সেনা জোনের উদ্যোগে কুরুকপাতা ইউনিয়নের সিন্ধুমুখ পাড়া, ইন্দুমুখ পাড়া ও বড় আগলা পাড়া এই তিনটি সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি গ্রামে মোট ১শত পরিবারের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়।

‎উক্ত মানবিক সহায়তা কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশিকুর রহমান আশিক, এসপিপি, পিএসসি। এ সময় আলীকদম সেনা জোনের অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

‎শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জোন কমান্ডার বলেন, “পাহাড়ি অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে আলীকদম সেনা জোন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দুর্গম ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও পেশাগত দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”

‎তিনি আরও বলেন, “পাহাড়ি এলাকায় স্থায়ী শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাহাড়ি সন্ত্রাসী বা সশস্ত্র গ্রুপের যেকোনো সন্দেহজনক তৎপরতা সম্পর্কে তথ্য প্রদান করে সেনাবাহিনীকে সহায়তা করার জন্য আমি স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি।”

‎এ সময় তিনি এলাকার অভিভাবকদের সন্তানদের নিয়মিত স্কুলে পাঠানোর আহ্বান জানান এবং যুব সমাজকে পড়াশোনার মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে নিজেদের যোগ্যতা অনুযায়ী প্রতিষ্ঠিত হওয়ার জন্য অনুপ্রাণিত করেন। তিনি বলেন, “শিক্ষাই পারে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সমাজে মর্যাদার সাথে প্রতিষ্ঠিত করতে।”

‎এছাড়া তিনি আলীকদমে অবস্থিত মূরং কমপ্লেক্স সম্পর্কে উল্লেখ করে বলেন, “বান্দরবান রিজিয়ন ও আলীকদম সেনা জোনের তত্ত্বাবধানে পরিচালিত মূরং কমপ্লেক্সে সুবিধাবঞ্চিত মূরং শিশুদের জন্য বিনামূল্যে আবাসিক থাকা-খাওয়া ও শিক্ষার সুব্যবস্থা রয়েছে। অভিভাবকরা নিশ্চিন্তে তাঁদের সন্তানদের সেখানে পাঠাতে পারেন।”

‎তিনি আরও জানান, আগামী ০১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে আলীকদম সেনা জোনের উদ্যোগে মূরং সম্প্রদায়ের যুবকদের জন্য বিনামূল্যে কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণ কার্যক্রম চালু করা হয়েছে, যার মাধ্যমে প্রশিক্ষণ গ্রহণ করে তারা স্বাবলম্বী হতে পারবে। পাশাপাশি যুব সমাজকে মাদক ও সকল প্রকার সন্ত্রাসী কার্যক্রম থেকে দূরে থাকার আহ্বান জানান। তিনি পুনর্ব্যক্ত করেন, বাংলাদেশ সেনাবাহিনী অতীতেও জনগণের পাশে ছিল, বর্তমানে রয়েছে এবং ভবিষ্যতেও দেশের সার্বিক নিরাপত্তা ও জনকল্যাণ নিশ্চিত করতে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাবে।

সম্পর্কিত আর্টিকেল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: