রবিবার, জানুয়ারি ২৫, ২০২৬
Homeঅপরাধ‎আলীকদমে বহুল আলোচিত মামলার আসামী জাফর আলম গ্রেফতার

‎আলীকদমে বহুল আলোচিত মামলার আসামী জাফর আলম গ্রেফতার

সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, আলীকদম :

‎বান্দরবানে আলীকদমে নয়াপাড়া ইউনিয়নের জানালী পাড়া এলাকার ম্রো সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় একাধিক মামলার আসামী জাফর আলম (৪৫) প্রকাশ বাইট্টা জাফরকে গ্রেফতার করেছে পুলিশ।

‎শনিবার (২৪ জানুয়ারী) দিবাগত রাতে লামা উপজেলার ফাইতং এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

‎আলীকদম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমজাদ হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

‎ পুলিশ সূত্রে জানায়,গ্রেফতারকৃত জাফর আলম আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মুক্তার সর্দার পাড়া এলাকার ফরিদুল ইসলামের ছেলে।

‎স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, জাফর আলম দীর্ঘদিন ধরে এলাকায় চুরি ও ডাকাতির সঙ্গে জড়িত ছিলেন। বিভিন্ন মানুষের ফলবাগান থেকে ফল,মুরগী,গরু,ছাগল চুরি করে এলাকাবাসীকে অতিষ্ট করে তুলেছিলেন তিনি।

‎সর্বশেষ গত শনিবার (১৭জানিয়ারী) রাতে একটি বাগান থেকে কলার ছড়ি চুরির সময় গ্রামবাসী তাকে হাতেনাতে আটক করে। পুলিশে খবর দেওয়ার উদ্দেশ্যে তাকে জানালী পাড়ায় আটকে রাখা হয়। তবে পুলিশের কাছে খবর পৌঁছানোর আগেই জাফরের সহযোগী ১২ থেকে ১৪জন সন্ত্রাসী দা,চাইনিচ কুড়াল ও দেশীয় অস্ত্র নিয়ে পাড়াবাসীর ওপর হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা ম্রো সম্প্রদায়ের লোকজনকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে জাফর আলমকে ছিনিয়ে নিয়ে যায়। হামলায় ৮জন গুরুতর আহত হন।

‎ঘটনার প্রেক্ষিতে ১৮জানুয়ারী আলীকদম থানায় মামলা দায়ের করা হয়। ২০জানুয়ারী জাফর আলমকে দ্রুত গণেফতারের দাবীতে আলীকদম বাজারে মানব বন্ধন কর্মসুচী পালন করে এলাকাবাসী।

‎এবিষয়ে আলিকদম থানার পরিদর্শক (তদন্ত) মো. আমজাদ হোসেন বলেন “একাধিক মামলার আসামী জাফর আলমকে শনিবার দিবাগত রাতে লামা উপজেলার ফাইতং এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করে তাকে আদালতে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

সম্পর্কিত আর্টিকেল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: