
মো. ইসমাইলুল করিম, লামা:
পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলায় চুরি হওয়া দুটি চোরাই গরু উদ্ধারসহ চার চোরকে গ্রেফতার করেছে পুলিশ। গত ১০ জানুয়ারি ২৬ইং সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট থেকে রাত ১০টা ৪৫ মিনিট পর্যন্ত লামা থানা ও চট্টগ্রামের লোহাগাড়া থানার বিভিন্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, লামা উপজেলার সরই ইউনিয়নের ঢেকিছড়া আন্দারী ফুলবাগান এলাকার একটি খামার থেকে থংপং ম্রো (২৪) নামের এক ব্যক্তির একটি ষাঁড় ও একটি গাভী চুরি হয়।
এ ঘটনায় লামা থানায় নিয়মিত মামলা দায়েরের পর তদন্ত শুরু হয়। লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাসুম সর্দার, মুহাম্মদ শাহজাহান কামাল, অফিসার ইনচার্জ, লামা থানা এবং মো. আতিকুর রহমান, পুলিশ পরিদর্শক (নিঃ), কেয়াজুপাড়া পুলিশ ফাঁড়ীর তত্ত্বাবধানে এসআই দীপন পাল সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।অভিযানে গ্রেফতারকৃতরা হলেন, আব্দুল করিম (২৫), মোহাম্মদ কামরুজ্জামান (২৫), মোঃ আবদুল করিম (২৩) এবং মোবারেক আলী (৪৯)।গ্রেফতারকৃত আসামিদের স্বীকারোক্তীর ভিত্তিতে চোরাই যাওয়া ২টি গরু এবং গরু বিক্রির নগদ ৬২ হাজার টাকা উদ্ধার করা হয়।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজাহান কামাল জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। লামা থানা পুলিশের এই সফল অভিযান এলাকায় চুরি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
