মঙ্গলবার, জানুয়ারি ১৩, ২০২৬
Homeখাগড়াছড়িখাগড়াছড়িতে বাংলাদেশ মারমা যুব ঐক্য পরিষদের সাংগঠনিক সভা

খাগড়াছড়িতে বাংলাদেশ মারমা যুব ঐক্য পরিষদের সাংগঠনিক সভা

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি :

খাগড়াছড়িতে বাংলাদেশ মারমা যুব ঐক্য পরিষদের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) বিকেলে খাগড়াছড়ি পৌর টাউন হলের সম্মেলন কক্ষে বাংলাদেশ মারমা যুব ঐক্য পরিষদ খাগড়াছড়ি জেলা কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি-২৯৮ নং আসনের মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক এবং খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া। সাংগঠনিক সভা চাইহলাপ্রু মারমার সঞ্চালনায় জেলা কমিটির যুব ঐক্য পরিষদ সভাপতি ইঞ্জিনিয়ার ক্যরী মগ সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ প্রতিষ্ঠাতা ও স্থায়ী কমিটি চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা।

আরোও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ আব্দুল মালেক মিন্টু, আব্দুর রব রাজ্জাক, যুগ্ম সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, খাগড়াছড়ি জেলা ছাত্রদলে সাবেক সভাপতি মোঃ কামাল হোসেন দীপ্ত, খাগড়াছড়ি জেলা কমিটির বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ সভাপতি কংচাইরি মাষ্টার, সহ-সভাপতি সুইহ্লা মারমা, সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য কংজপ্রু মারমা, সাথোয়াইপ্রু চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ক্যজরী কার্বারী, সাংগঠনিক সম্পাদক রুমেল মারমা, খাগড়াছড়ি জেলা কমিটি মারমা যুব ঐক্য পরিষদ সহ-সভাপতি উষাজাই মারমা, সহ-সাধারণ সম্পাদক অংগ্য মারমা, বাংলাদেশ মারমা মহিলা ঐক্য পরিষদ জেলা কমিটির সভানেত্রী ওয়াম্রাসং মারমা প্রমূখ।

এই সময় প্রধান অতিথি ওয়াদুদ ভূইয়া বক্তব্য বলেন, আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করলেই পাহাড়ের সকল জনগোষ্ঠী নিয়ে শান্তি-শৃঙ্খলা, শিক্ষার মানোন্নয়ন, রাস্তা-ঘাট, মন্দির,মসজিদ উপাসনালয়সহ জেলার সার্বিক উন্নয়ন করবেন। পাহাড়ের পিছিয়ে থাকার মারমা জাতি গোষ্ঠীর আত্মকর্মসংস্থান উন্নয়ন ধারা অব্যাহত রাখবেন।

সম্পর্কিত আর্টিকেল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: