রবিবার, জানুয়ারি ১৮, ২০২৬
Homeঅপরাধআলীকদমে সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারী আটক

আলীকদমে সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারী আটক

‎সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, আলীকদম:

‎বান্দরবানের সীমান্তবর্তী আলীকদম উপজেলায় মাদক পাচার ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে চলমান কঠোর অবস্থানের অংশ হিসেবে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

‎সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) দুপুরে এই অভিযান পরিচালিত হয় আলীকদম সেনাজোনে আওতাধীন সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আমতলী মধ্যপাড়া এলাকায়। আটককৃত মোঃ ফোরকান সুলতান আহমেদের ছেলে। তার বাড়ি আলীকদম সদর ইউনিয়নের আমতলী মধ্যপাড়া এলাকায়।

‎সেনা জোন সূত্রে জানা যায়,দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক কেনাবেচা ও পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিকল্পনা করা হয়।

‎আলীকদম সেনা জোনের জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন ফাহিম মুনতাসিরের নেতৃীত্বে একটি সুসংগঠিত টহল দল অভিযানে অংশ নেয়। অভিযান চলাকালে সেনা সদস্যরা সন্দেহভাজন মোঃ ফোরকান (৫২)-কে আটক করে তল্লাশি চালান। এ সময় তার হেফাজত থেকে আনুমানিক ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ৯ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

‎ স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং পার্বত্য অঞ্চলের বিভিন্ন রুট ব্যবহার করে ইয়াবা সরবরাহের সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

‎অভিযান শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বিকেল ৪টা ৪৫ মিনিটে উদ্ধারকৃত ইয়াবাসহ আটক ব্যক্তিকে আলীকদম থানার ডিউটি অফিসার সাব- ইন্সপেক্টর নিশাত বড়ুয়ার কাছে আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

‎আলীকদম সেনা জোন সূত্র আরও জানায়, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের ভৌগোলিক বৈশিষ্ট্যকে কাজে লাগিয়ে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে মাদক পাচার কার্যক্রম পরিচালনার চেষ্টা করছে। তবে সেনাবাহিনী,পুলিশ ও স্থানীয় প্রশাসনের সমন্বিত তৎপরতায় এসব অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।সেনা জোনের নিয়মিত টহল,গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও বিশেষ অভিযান অব্যাহত থাকার ফলে আলীকদমসহ আশপাশের দুর্গম এলাকায় মাদক ব্যবসায়ীদের চলাচল সীমিত হয়ে পড়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

‎সেনাবাহিনীর এই তৎপরতায় সাধারণ জনগণের মধ্যে স্বস্তি ফিরেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। আলীকদম সেনা জোন ভবিষ্যতেও স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে মাদক, অস্ত্র ও সকল প্রকার অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

সম্পর্কিত আর্টিকেল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: