
সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, আলীকদম:
বান্দরবানের আলীকদমে বড়দিন উপলক্ষে পারস্পরিক সম্প্রীতি ও আনন্দ ভাগাভাগি করতে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আর্থিক সহায়তা প্রদান করেছে আলীকদম সেনা জোন।
গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) আলীকদমের আরুই পাড়া ও ক্রংলিং পাড়ায় বড়দিন উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজনে পাহাড়ি অঞ্চলের সামাজিক বন্ধন আরও দৃঢ় হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জানালাপাড়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লে. মোহাম্মদ মুরতাসিম হুদা অর্ণব। এ সময় আয়োজক কমিটির সদস্যদের পাশাপাশি স্থানীয় পুরুষ,নারী ও শিশুরা উপস্থিত ছিলেন।
বড়দিনের আনন্দকে আরও অর্থবহ করতে আলীকদম সেনাজোনের পক্ষ থেকে উপস্থিতদের মাঝে নগদ ৩ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। এই সহায়তা স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে আনন্দের আবহ সৃষ্টি করে এবং পারস্পরিক সহযোগিতার মনোভাব কে আরও জোরদার করে।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পার্বত্য অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, পারস্পরিক সহনশীলতা বৃদ্ধি এবং সব সম্প্রদায়ের মানুষকে একসাথে বসবাসে উদ্বুদ্ধ করাই সেনা জোনের মূল লক্ষ্য। তিনি আরও বলেন,সেনাবাহিনী সব সময়ই স্থানীয় জনগণের কল্যাণ ও উন্নয়নে পাশে থাকবে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যরা সেনাজোনের এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
সার্বিকভাবে, বড়দিন উপলক্ষে আলীকদম সেনা জোনের এই সাংস্কৃতিক আয়োজন ও আর্থিক সহায়তা পার্বত্য এলাকায় শান্তি,সম্প্রীতি ও সামাজিক সহযোগিতার একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।
